Mutton: খাসির মাংস ভালবাসেন ? তবে 'ঝটকা বাইট'-এর মাংস না খেলে বড় মিস, একবার খেলে স্বাদ ভুলবেন না

Last Updated:

সাধারণ খাসির মাংসের থেকে 'ঝটকা বাইট'-এর মাংসের স্বাদ অনেকটাই আলাদা

+
খাসির

খাসির মাংস

উত্তর ২৪ পরগনা: সপ্তাহান্তে বা ছুটির দিনগুলিতে জমিয়ে কষা মাংস রান্না রেওয়াজ অনেক বাড়িতেই রয়েছে। তবে এবার খাসির মাংসের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে, এক অভিনব পদ্ধতির খাসির মাংস জায়গা করে নিচ্ছে ভোজন রসিকদের পাতে। কী এই ‘ঝটকা বাইট’?
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই বিশেষ মাংস। বাজারে বা অনলাইন সাইটে যে খাসির মাংস পাওয়া যায়, তার থেকে এই মাংস কাটার পদ্ধতি আলাদা, কাজেই স্বাদেও বদল আসে, এমনটাই দাবি ক্রেতাদের। হোম ডেলিভারির মাধ্যমে বাড়ি বসেও পাওয়া যাচ্ছে এই বিশেষ মাংস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই যোগাযোগ করে খুঁজে নিচ্ছেন ‘ঝটকা বাইট’-এর মটন।
advertisement
ঠিক কী বিশেষত্ব রয়েছে এই মংসে? বিক্রেতা জানালেন, অতীতে যেভাবে বলি হত, একই পদ্ধতিতে  কলা গাছের উপর রেখে এক কোপে কাটা হয় খাসি। ফলে এক ঝটকায় মৃত্যু হয় তার, শরীরের সমস্ত রক্ত বেরিয়ে যায় নিমেষে। তাতেই নাকি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মাংসের। বিশেষ এই পদ্ধতিতে কাটা মাংসই এখন ‘ঝটকা বাইট’ নামে বেশ খ্যাতি লাভ করেছে ভোজন রসিকদের মনে। দৌলতপুর এলাকায় মিলছে এই মাংস। কাটার কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সব। হাবরা অশোকনগর সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষজন এই মাংসের খোঁজে আসছেন। বর্তমানে রবিবার সপ্তাহের একটি দিনই পাওয়া যাচ্ছে এই মাংস। জেলার নানা প্রান্তেও এই মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন উদ্যোক্তারা।
advertisement
advertisement
Rudra Narayan Roy 
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mutton: খাসির মাংস ভালবাসেন ? তবে 'ঝটকা বাইট'-এর মাংস না খেলে বড় মিস, একবার খেলে স্বাদ ভুলবেন না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement