Mutton Cooking Tips: কীভাবে রান্না করলে খাসির মাংস হবে নরম-তুলতুলে? রইল 'সিক্রেট' টিপস

Last Updated:

অল্প সময়ে নরম তুলতুলে হবে খাসির মাংস। জেনে নিন চটজলদি খাসির মাংস সেদ্ধ করার সঠিক পদ্ধতি

+
খাসির

খাসির মাংস 

শিলিগুড়ি: খাসির মাংস হল এমন একটি রাজকীয় খাবার, যা বাঙালি তো বটেই, সারা ভারতের মানুষের কাছে ভীষণ প্রিয়। খাসির মাংস অনেক সময় রান্না করার পরও শক্ত থেকে যায়। দাঁত দিয়ে টেনে ছেঁড়া যায় না। কিন্তু খুব সহজ পদ্ধতিতে মুরগির মতোই একেবারে তুলতুলে নরম হতে পারে খাসির মাংসও। সদ্য জবাই করা টাটকা মাংস সাধারণত বেশি নরম হয়। তা ছাড়া মাংসে চর্বি কতটা তা দেখেও বোঝা যায় কত তাড়াতাড়ি মাংস সেদ্ধ হবে। খাসির রাণ, ঘাড়, কাঁধ ও পাঁজরের মাংসে চর্বির মিশ্রণ ভাল থাকে। তাই এই সব অংশের মাংস দ্রুত নরম হয়।
ক্লাউড কিচেন শেফ মিলি রায় বলেন, ‘অনেক রকম পদ্ধতিতেই মাংস নরম তুলতুলে করা যায়। যেমন রান্না করার আগে কিছু ক্ষেত্রে হাড়বিহীন অংশ থেতলে নেন অনেকে। এতে নরম হয় মাংস। আবার রান্নার আগে কাঁটা চামচ দিয়ে মাংস ফুটো ফুটো করে নিতে পারেন। মাংস টুকরো করার সময় মাংসের পেশিগুলি আড়াআড়ি ভাবে কাটলে সহজে সেদ্ধ হয় মাংসের টুকরো।’
advertisement
তিনি আরও বলেন, রান্নার আগে মাংসে নুন মাখিয়ে রাখতে পারেন। কী মাখাচ্ছেন তার উপর নির্ভর করে কত ক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন। নুন ছাড়াও একাধিক উপাদান মাংসে মাখিয়ে রেখে দেওয়া যায়। কবাব বা বিরিয়ানি রান্না করতে চাইলে মাংস টক দই, পেঁপে বাটা কিংবা ভিনিগার ও লেবুর রসের মিশ্রণ দিয়ে মাখিয়ে সারা রাত রেখে দিন। তাঁর কথায়, রান্না করার কায়দার উপরেও খাসির মাংস কতটা নরম হবে, তা নির্ভর করে। কম আঁচে অন্তত ৩ ঘণ্টা রান্না করতে পারলে সবচেয়ে নরম হয় মাংস। তবে অনেক ক্ষণ ধরে রান্না করলে জল টেনে যেতে পারে। সে দিকে খেয়াল রাখতে হবে রান্নার সময়।
advertisement
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mutton Cooking Tips: কীভাবে রান্না করলে খাসির মাংস হবে নরম-তুলতুলে? রইল 'সিক্রেট' টিপস
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement