বিরল সোনালি কচ্ছপ পাওয়া গেল নেপালে ! ভগবান বিষ্ণুর অবতার ভেবে শুরু হল পুজো !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সোনালি কচ্ছপ পাওয়ায় মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সকলেই ভগবান ভেবে দেখতে আসছেন এই কচ্ছপকে।
#নেপাল: সোনালি কচ্ছপ দেখেছেন কখনও? নিশ্চয় নয়। সারা বিশ্বে মাত্র পাঁচবার সোনালি কচ্ছপ দেখা গিয়েছে। সম্প্রতি নেপালের ধানুশা এলাকার অর্ন্তগত ধানুশাধামে একটি সোনালি কচ্ছপ পাওয়া গিয়েছে। তবে এই প্রাণীটিকে পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। এই সোনালি রঙের কচ্ছপকে ভগনাব বিষ্ণুর অংশ মনে করছেন এলাকার লোকজন। তারা বিষ্ণুর এই রূপকে পুজো করছেন। বহু দূরে থেকে মানুষ এই কচ্ছপকে দেখতেও আসছেন।
সোনালি কচ্ছপ খুব রেয়ার দেখা যায়। মাত্র পাঁচটি দেখা গিয়েছে এখনও পর্যন্ত। তবে গবেষকরা বলছেন সাধারণত ক্রোম্যাটিক লিউসিজম-এর জন্যই এই রঙের হয় কচ্ছপ। কিন্তু নেপালে কচ্ছপকে ভগবান বিষ্ণুর রূপ ভাবা হয়। বিষ্ণু দেবের কুর্মি রূপ এটি। মনে করা হয় কচ্ছপের রূপ ধরে ভগবান পৃথিবীর রক্ষা করেন। মন্দিরে পুজোর করা হয় কচ্ছপ মূর্তির। সেখানে সোনালি কচ্ছপ পাওয়ায় মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সকলেই ভগবান ভেবে দেখতে আসছেন এই কচ্ছপকে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2020 1:47 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিরল সোনালি কচ্ছপ পাওয়া গেল নেপালে ! ভগবান বিষ্ণুর অবতার ভেবে শুরু হল পুজো !