Murshidabad News: ঐতিহ্যবাহী রায়বেঁশে নাচ বাঁচিয়ে রাখতে সরকারি তৎপরতা, তিন দিনের কর্মশালা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
Last Updated:
কয়েক বছর আগে পর্যন্ত পাড়া-মহল্লার বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ত রায়বেঁশে কলাকুশলীদের৷ যুবক-যুবতীরা শারীরিক কসরত দেখাত, ঢোল-কাঁসর ঘণ্টার তালে নাচত
মুর্শিদাবাদ: কয়েক বছর আগে পর্যন্ত পাড়া-মহল্লার বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ত রায়বেঁশে কলাকুশলীদের৷ যুবক-যুবতীরা শারীরিক কসরত দেখাত, ঢোল-কাঁসর ঘণ্টার তালে নাচত ৷ সেসব দেখতে ভিড়ও জমত খুব৷ মুর্শিদাবাদ জেলার বড়ঞা ও বিভিন্ন এলাকায় আছেন হারিয়ে যাওয়া রাইবেঁশে শিল্পীরা। ক্রমশ হারিয়ে যেতে বসা প্রাচীন এই লোকনৃত্যকে পুনর্জন্ম দেওয়ার ভাবনা শুরু হয়েছে। আর তাই শিল্পীদের নিয়ে তিন দিনের কর্মশালার আয়োজন হল সরকারি পৃষ্ঠপোষকতায়।
জানা গিয়েছে, রাইবেঁশে শিল্পীদের বিশ্বমানের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তিনদিনের প্রশিক্ষণের আয়োজন করা হল। মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আঙ্গিকভিত্তিক লোকশিল্পীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হল। তিনদিনের এই কর্মশালার উদ্বোধন করা হয়। কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে কান্দি মহকুমা-সহ জেলার বিভিন্ন জায়গা থেকে আসা রায়বেঁশে শিল্পীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং। এছাড়াও উপস্থিত জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
কী এই রায়বেঁশে ? রায় কথার অর্থ বড় বা সম্ভ্রান্ত৷ বেঁশে কথার অর্থ বাঁশ৷ অর্থাৎ বাঁশের তৈরি শক্ত লাঠি দিয়ে দেখানো কসরত৷ আনুমানিক কয়েকশো বছর আগে বীরভূমে রায়বেঁশের পথচলা শুরু। শোনা যায়, জমিদারদের লাঠিয়ালরা রায়বেঁশে করত৷ তাঁদের পায়ে থাকত ঘুঙুর, হাতে লাঠি বা লম্বা বাঁশ৷ ঢোল ও করতালের তালে তালে তাঁরা শারীরিক কসরত দেখাতেন।
advertisement
advertisement
জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক জানিয়েছেন, সরকারি সহযোগিতায় লোকশিল্পের প্রসারে জেলায় এই প্রথম রায়বেঁশে লোকনৃত্য শিল্পীদের নিয়ে এই ধরনের কর্মশালা হচ্ছে। ৫০ জন শিল্পী অংশ গ্রহণ করেছেন।”
কৌশিক অধিকারী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 23, 2025 3:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Murshidabad News: ঐতিহ্যবাহী রায়বেঁশে নাচ বাঁচিয়ে রাখতে সরকারি তৎপরতা, তিন দিনের কর্মশালা






