Mouth Ulcer Home Remedies: শীতে মাউথ আলসারে খুব কষ্ট পাচ্ছেন? আরাম পাবেন কোন ঘরোয়া টোটকায় জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mouth Ulcer Home Remedies: মাউথ আলসারের বেশ কিছু ঘরোয়া টোটকা আছে৷ যেহেতু মুখে হয়, তাই সাবধানতার সঙ্গে বিশেষ কিছু জিনিসই ব্যবহার করা যাবে
মাউথ আলসারে বা মুখ গহ্বরে ফোস্কার মতো সংক্রমণে কষ্ট পাননি, এমন মানুষ কমই পাওয়া যাবে৷ এই সংক্রমণে কষ্ট সাঙ্ঘাতিক৷ ঠোঁটে, জিভে, মুখের ভিতরে এই ঘা নানা কারণে হতে পারে৷ কিন্তু এক বার হলে খাওয়া, কথা বলা-সহ নানা কাজে দেখা দেয় সমস্যা৷ এর জ্বালা অসহনীয় হয়ে ওঠে মশলাদার কোনও খাবার খেলে৷ মাউথ আলসারের বেশ কিছু ঘরোয়া টোটকা আছে৷ যেহেতু মুখে হয়, তাই সাবধানতার সঙ্গে বিশেষ কিছু জিনিসই ব্যবহার করা যাবে৷ বলছেন বিশেষজ্ঞ ডোমিনিক ফন্টেইন৷
# মধু দিতে পারেন মাউথ আলসারে৷ এতে জ্বালা কমবে৷ উপশমও হবে৷ স্যালাইভার সঙ্গে মধু পেটে গেলেও অসুবিধে নেই৷
# সম পরিমাণ বেকিং সোডা জলের মিশ্রণ বানান৷ ওই মিশ্রণ মাউথ আলসারে দিন৷ শুকিয়ে গেলে মুখ ধুয়ে ঈষদুষ্ণ জলে গার্গল করে নিন৷
advertisement
# ভোজ্য নারকেল তেল মাউথ আলসারে লাগালেও কিন্তু আরাম পাবেন৷
advertisement
# কুলিং টুথপেস্টও লাগাতে পারেন মাউথ আলসারে৷ তবে টুথপেস্টের স্বাদ ঝাঁঝাঁলো হলে কিন্তু জ্বালা করবে৷ টুথপেস্ট মাউথ আলসার সারিয়ে তোলে৷
# হলুদের অ্যান্টিসেপ্টিক গুণ প্রচুর৷ তাই এক চিমটে হলুদও লাগাতে পারেন মাউথ আলসারে৷
আরও পড়ুন : সরস্বতী পুজোর আগেই হলুদ কমলা ফুলে ঢেকে যাবে আপনার গাঁদাগাছ! শুধু এভাবে রাখুন, জল দিন এই নিয়মে
# রসুনের অ্যালিসিন উপাদান একে অ্যান্টি মাইক্রোবিয়াল করে তোলে৷ তাই রসুনের কোয়া থেতো করেও লাগাতে পারেন মাউথ আলসারে৷
advertisement
# মাউথ আলসার হলে অতিরিক্ত তেল মশলাদার খাবার এড়িয়ে চলুন৷ খুব গরম অবস্থাতেও কিছু খাবেন না৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2024 5:02 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mouth Ulcer Home Remedies: শীতে মাউথ আলসারে খুব কষ্ট পাচ্ছেন? আরাম পাবেন কোন ঘরোয়া টোটকায় জেনে নিন