South 24 Parganas News: মৌসুনিতে রন্ধন প্রতিযোগিতায় ছেলেরা, মেয়েরা খেলছে কবাডি... উলটপুরান?
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
সাধারণত বিভিন্ন জায়গায় যখন প্রতিযোগিতা, অনুষ্ঠান হয়, তখন ছেলেদের জন্য বিভিন্ন রকম অ্যাথলেটিক্স ও স্পোর্টস থাকে। আর মেয়েদের জন্য বরাদ্দ থাকে বাতি জ্বালনো, রন্ধন প্রতিযোগিতার মতো প্রতিযোগিতা। সেই ধারা মুছে ফেলতে এই আয়োজন করা হয়েছে।
নামখানা, নবাব মল্লিক: মৌসুনি দ্বীপে এক সামাজিক বার্তা বহনকারী আয়োজনের সাক্ষী থাকল স্থানীয়রা। প্রচলিত ধারা ভেঙে রন্ধন প্রতিযোগিতায় অংশ নিল ছেলেরা। আর মেয়েরা মাঠে নেমে খেলল কবাডি, খো-খো। যা দেখতে ভিড় জমিয়েছিলেন সকলেই। ছেলেমেয়ের মধ্যে কাজের সমতা বজায় রাখতে এই কাজ করা হয়েছে।
সাধারণত বিভিন্ন জায়গায় যখন প্রতিযোগিতা, অনুষ্ঠান হয়, তখন ছেলেদের জন্য বিভিন্ন রকম অ্যাথলেটিক্স ও স্পোর্টস থাকে। আর মেয়েদের জন্য বরাদ্দ থাকে বাতি জ্বালনো, রন্ধন প্রতিযোগিতার মতো প্রতিযোগিতা। সেই ধারা মুছে ফেলতে এই আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন মেয়েরা এখন সমস্ত কিছু পারে। উল্টে ছেলেরাই অনেক ক্ষেত্রে রান্না পারেনা। ফলে সকলকে সবকিছু শিখতে হবে। যার জন্য এই প্রতিযোগিতার আয়োজন।
advertisement
advertisement
প্রতিযোগিতা ইতিমধ্যে সবার মধ্যে সাড়া ফলে দিয়েছে। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে সুপর্ণা মান্না জানিয়েছেন, যে কোনও কিছু শুধু ছেলে অথবা মেয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকলেরই জানা উচিত। ফলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বর্তমান সমাজে মেয়েরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমানভাবে সক্ষম। রান্না হোক বা খেলাধুলা সব কাজই শেখা এবং জানা সকলের জন্য প্রয়োজনীয়। বরং বাস্তবে অনেক সময় দেখা যায়, ছেলেরাই রান্নার মতো প্রয়োজনীয় দক্ষতায় পিছিয়ে থাকে। সেই কারণেই ছেলে ও মেয়ে নির্বিশেষে সকলকে সব ধরনের কাজের সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ। এই উদ্যোগ সামাজিক মানসিকতার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন উপস্থিত দর্শক ও স্থানীয়রা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 2:17 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
South 24 Parganas News: মৌসুনিতে রন্ধন প্রতিযোগিতায় ছেলেরা, মেয়েরা খেলছে কবাডি... উলটপুরান?










