জলের বোতলের উপরে আনারসের ছাল, চকোলেটের মোড়কে আপেল, সন্তানকে খাওয়াতে মায়ের অভিনব পন্থা

Last Updated:

মা প্রতিটি সন্তানের কাছে জীবনের প্রথম শিক্ষা গুরু

#নয়াদিল্লি: মা সন্তানের কাছে জীবনের সব থেকে বড় শিক্ষা গুরু ৷ সে মা যদি শিক্ষিতা বা অশিক্ষিতা ৷ মায়ের বিকল্প সারা পৃথিবীজুড়ে পাওয়া দুষ্কর শুধুই নয় অসম্ভবও বটে ৷ সন্তানের জীবনের প্রথম সব কিছুই মাকে ঘিরেই ৷ মাকে ঘিরেই আমোদ-আহ্লাদ সব কিছুই ৷ মা কানিকটা সন্তানের কাছে ছায়া, ফুল, ফল প্রদানকারী গাছের মত ৷ গাছ যেমন নিজেকে ধ্বংস করে ফুল ও ফল দান করে তেমনই একজন মাও নিজের প্রাণ বাজি রেখে সন্তানের জন্ম দেন ৷
মায়ের স্তন্যপান করেই সন্তানের আস্তে আস্তে মেরুদণ্ড শক্ত ও সোজা হয়ে থাকে ৷ তিলে তিলে মায়ের করুণার স্পর্শেই সন্তানের হৃদয় উষ্ণ হয় ৷ বেড়ে ওঠে সন্তান ৷ দেশের একজন দশের একজন করার লক্ষ্যেই মা সন্তানকে ভাল আচার আচরণ ও শিক্ষাদীক্ষা দিয়ে থাকেন ৷
ছোট্টবেলায় মাকে বেশি ত্যাগ করতে হয় সন্তানের ঘুম, খাওয়া, পরে শিক্ষা, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে ৷ সঠিক পুষ্টি সন্তান পাচ্ছে কি না ? সেই বিষয়েও মায়ের বরাবরের চোখ থাকে ৷ এমনই এক ভিডিওতে দেখা গিয়েছে মা সন্তানকে খাওয়াচ্ছেন জলের বোতলের বাইরে আনারসের আস্তরণ বসিয়ে, কলা টুকরো টুকরো করে কেটে নামী দামি সংস্থার চিপসের প্যাকেটে ভরে খাওয়াচ্ছেন ৷ কখনও বা চকোলেটের মোড়কের মধ্যে আপেল টুকরো টুকরো করে কেটে সন্তানকে খেতে দিচ্ছেন সন্তানও চকোলেট ভেবে খেয়ে নিচ্ছে ৷ এমন মানকে কুর্নিশ না করে পারাই যায়না ৷ এমনই এক ভিডিও প্রকাশ্যে আসতেই নিমেষেই হয়েছে ভাইরাল ৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জলের বোতলের উপরে আনারসের ছাল, চকোলেটের মোড়কে আপেল, সন্তানকে খাওয়াতে মায়ের অভিনব পন্থা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement