viral video: বাচ্চাকে ধরেছিল কুমির ! ক্ষেপে গিয়ে কুমিরের যা দশা করল মা হাতি ! ভাইরাল ভিডিও

Last Updated:

viral video| elephant kills crocodile: নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নেয় হাতিটি। এই ভয়ঙ্কর দৃশ্যটি চোখের সামনে দেখেন হেনরিক হারহ।

viral video
viral video
#জাম্বিয়া: হাতি এমনিতে খুব শান্ত এক জীব। সহজে রেগে যায় না। কিন্তু একবার ক্ষেপে গেলে সব তছনছ করে দিতে পারে হাতি(elephant kills crocodile)। হাতিকে বলা হয় জঙ্গলের কারিগর। হাতি যেখান দিয়ে চলে সেখানেই তৈরি হয় রাস্তা। গাছেদের মাঝে নিজেদের(elephant kills crocodile) বসতি গড়ে তারা। আমাদের দেশে বেশিরভাগ জঙ্গলেই হাতি দেখতে পাওয়া যায়।
তবে হাতি যদি সত্যি রেগে যায়, তা হতে পারে ভয়ঙ্কর(elephant kills crocodile)। হাতির গায়ে এত শক্তি একাই মেরে ফেলতে পারে যেকোনও জন্তুকে। বাঘেরাও হাতিকে সমঝে চলে। সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এসেছে যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।
advertisement
advertisement
জাম্বিয়ার জঙ্গলে (elephant kills crocodile)একদল হাতি পার হচ্ছিল। সামনে জলাশয় দেখে সেখানে বাচ্চাদের নিয়ে এক মা হাতি স্নানে ব্যস্ত ছিল। এমন সময় সেখানে হাজির এক কুমির। সেই কুমির বাচ্চা হাতিটিকে টার্গেট করে। এবং কামড়াতে যায়। কিন্তু কুমিরের ওপর চোখ পড়ে যায় মা হাতির। ব্যস আরে যাবে কোথায়। শুঁড়ে তুলে কুমিরটিকে এলোপাথারি আছাড় মাড়তে থাকে হাতিটি। তারপর শুঁড় দিয়ে পেচিয়ে কুমিরের পেটে পা তুলে চোখের সামনে মেরে ফেলে।
advertisement
নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য(elephant kills crocodile) এই পদক্ষেপ নেয় হাতিটি। এই ভয়ঙ্কর দৃশ্যটি চোখের সামনে দেখেন হেনরিক হারহ। সেই সময় তিনি সাফারিতে বেরিয়ে ছিলেন। চোখের সামনে এই দৃশ্য দেখে তিনি ভিডিও তুলে নেন। সেটি ট্যুইটারে শেয়ার করতেই ভাইরাল হয়। ইউটিউবেও শেয়ার হয় ভিডিওটি। বাচ্চাকে বাঁচানোর জন্য মা হাতি যে কি করতে পারে তা এই ভিডিও সামনে আসায় সকলে চমকে উঠেছেন।
advertisement
যদিও হাতির ভিডিও এর আগেও(elephant kills crocodile) সামনে এসেছে। আবার এই হাতিকে মানুষ মেরে ফেলেছে এমন ঘটনাও সামনে এসেছে। তবে হাতি সহজে ক্ষেপে যায় না। কিন্তু একবার রেগে গেলে তাকে থামানো মুশকিল। কুমিরটি হয়ত মা হাতিকে খেয়াল না করেই বাচ্চা হাতিটিকে খেতে গিয়েছিল। যার পরিণতি হল মৃত্যু। জঙ্গলে এভাবেই প্রতিদিন নানা ঘটনা ঘটে যায়। সকলেই বাঁচার জন্য জীবন বাজি রাখে প্রতি মুহূর্তে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
viral video: বাচ্চাকে ধরেছিল কুমির ! ক্ষেপে গিয়ে কুমিরের যা দশা করল মা হাতি ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement