ফেসবুকে মা-মেয়ের যুগলবন্দি, উত্তম কুমারের সোনালি দিনের গান গেয়ে সুপার ভাইরাল

Last Updated:

মা ও মেয়ের দারুণ গানে কেঁপেছে সোশ্যাল মিডিয়া

ফেসবুকে এমন এক ভিডিও ছড়িয়েছে যার ভিউ ক্রমেই বেড়ে চলেছে মা ও মেয়ে দু'জনেই সমান তালে গান গেয়ে চলেছেন দোলে দোলদুল দোলে ঝুলনা ৷ দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ধুলনা ৷ বাহালির অত্যন্ত কাছের এই গানটি শ্যামল মিত্রের গাওয়া গানটি উত্তম কুমার ও তনুজা অভিনীত দেয়ানেয়া ছবির গানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ৷
সেই গানেই রীতিমত এমন এক পরিবেশ সৃষ্টি করেছে যা দেখে আবেগে ভেসেছেন সবাই ৷ এই গানটিতে অবিনয় করতে দেখা গিয়েছে তরুণ কুমার ও উত্তম কুমারকে এই দৃশ্যতে পরে দেখতে পাওয়া গিয়েছিল লিলি চক্রবর্তীকে ৷ সব মিলিয়ে বাংলার এক কালজয়ী ছবির দৃশ্য কোনও ভাবেই ভোলা সম্ভব নয় ৷ সব মিলিয়ে সেই পুরনো দিনের সোনালি দিনের গানে ফের একবার কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ তবে এইবার কালের গণ্ডি অতিক্রম করে মা ও মেয়ের যুগলবন্দিতে মুগ্ধ হয়েছে ৷
advertisement
advertisement
এত বছর পরেও এই মিষ্টি গানের যেন কোনও তুলনাই হয়না ৷ আর ভাললাগার মাত্রাটি এমন ভাবে ছড়িয়ে পড়েছে যা সত্যিকারেই ভোলার নয় ৷ এর ব্যপ্তি অনেকটাই তা বোঝা যায় ৷ এক নজরে দেখেই নিন সেই ভাইরাল ভিডিওটি ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফেসবুকে মা-মেয়ের যুগলবন্দি, উত্তম কুমারের সোনালি দিনের গান গেয়ে সুপার ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement