Monsoon Travel: বর্ষায় বৃষ্টি আর সবুজের ছোঁয়ায় মোহময়ী এই প্রাচীন দুর্গ, একবার গেলে ভুলতে পারবেন না
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
বৃষ্টির প্রথম ধারা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই এই দুর্গ এবং তার আশপাশের এলাকা যেন সবুজের চাদরে মুড়ে যায়
রাজস্থান: পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় রাজস্থান। এই রাজ্যের ভরতপুর জেলায় অবস্থিত বায়ানা পাহাড়ি দুর্গটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বর্ষার মরশুমে এই জায়গাটির রূপ অতুলনীয় হয়ে ওঠে। সবুজ পরিবেশের টানে এখানে ছুটে যান পর্যটকরা,পাহাড়ের চূড়া থেকে ভরতপুরের এক অপূর্ব দৃশ্য দেখা যায়।
বৃষ্টির প্রথম ধারা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই এই দুর্গ এবং তার আশপাশের এলাকা যেন সবুজের চাদরে মুড়ে যায়। আশপাশের গাছপালা যেন আরও সবুজ হয়ে ওঠে। প্রাণ পায় পাহাড় থেকে ঝরতে থাকা জলপ্রপাত। চোখেমুখে ঝাপটা দিয়ে যায় শীতল বাতাস। সব মিলিয়ে জায়গাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বৃষ্টির মরশুমে বায়ানার এই দুর্গটি যেন সবুজ স্বর্গে পরিণত হয়। পর্যটকরা মন এবং চোখে পাবেন আরাম। যখন পাথরের উপর হালকা বৃষ্টির ফোঁটা পড়ে, তখন সেই দৃশ্য চোখকে প্রশান্তি দেয় এবং মনকে সতেজ করে তোলে। ঝর্ণা থেকে ঝরে পড়া স্বচ্ছ জলের ধারা এবং তার সঙ্গে জলের গর্জন এক মোহময় পরিবেশ সৃষ্টি করে। এখানে পাহাড়ের গা বেয়ে বয়ে চলে ছোট ছোট জলপ্রপাত। বর্ষার মরশুমে সেই জলপ্রপাতগুলি ফুলেফেঁপে ওঠে।
advertisement
advertisement
এই দুর্গে বহু মানুষ পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দ করতে আসেন। ক্যামেরাবন্দি করে রাখার পাশাপাশি মনের মণিকোঠাতেও বন্দি করে নেন এখানকার সৌন্দর্য। বহু পর্যটক ট্রেকিং এবং অ্যাডভেঞ্চার উপভোগ করেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 9:15 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Monsoon Travel: বর্ষায় বৃষ্টি আর সবুজের ছোঁয়ায় মোহময়ী এই প্রাচীন দুর্গ, একবার গেলে ভুলতে পারবেন না