Migraine Pain: মাইগ্রেনের অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রেহাই পাবেন এই খাবারগুলিতে

Last Updated:

Migraine Pain: মাইগ্রেনের নিরাময়ের জন্য সঠিক সময়ে সঠিক ওষুধ খেতে হবে৷ পালন করতে হবে উপযুক্ত লাইফস্টাইলও৷ মাইগ্রেন নিয়ন্ত্রণে গুরুত্বপূ্র্ণ হল স্বাস্থ্যকর ডায়েটও

মাইগ্রেন নিয়ন্ত্রণে গুরুত্বপূ্র্ণ হল স্বাস্থ্যকর ডায়েটও
মাইগ্রেন নিয়ন্ত্রণে গুরুত্বপূ্র্ণ হল স্বাস্থ্যকর ডায়েটও
মাইগ্রেনের যন্ত্রণা অসহনীয়৷ শীতে এই সমস্যার তীব্রতা বেশি হয়৷ মাইগ্রেন বেড়ে গেলে বমি হয়৷ বেশি শব্দ ও আলো সহ্য করা যায় না৷ কিছু ঘণ্টা থেকে টানা কয়েক দিন পর্যন্ত মাইগ্রেন স্থায়ী হতে পারে৷ শিকেয় ওঠে দৈনন্দিন কাজকর্ম৷ মাইগ্রেনের নিরাময়ের জন্য সঠিক সময়ে সঠিক ওষুধ খেতে হবে৷ পালন করতে হবে উপযুক্ত লাইফস্টাইলও৷ মাইগ্রেন নিয়ন্ত্রণে গুরুত্বপূ্র্ণ হল স্বাস্থ্যকর ডায়েটও৷ এই শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে কোন কোন খাবার ডায়েটে রাখবেন, দেখে নিন৷ চিকিৎসা সংক্রান্ত এক সাইটে এ বিষয়ে বলেছেন ভিনসেন্ট মার্টিন৷
দানাশস্য ও বাদাম-
ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যে কোনও খাবার মাইগ্রেন কমাতে সাহায্য করে৷ ফ্ল্যাক্সসিড, শিয়া সিড, কাজুবাদাম-এই সব খাবার ম্যাগনেসিয়ামে ভরা৷ দৈনিক আহারে এই উপাদানগুলি থাকলে মাইগ্রেন এবং অন্যান্য মাথাব্যথা সংক্রান্ত সমস্যা কমে যায়৷
advertisement
হার্বাল টি-
যে সব খাবার শরীরকে হাইড্রেটেড রাখে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেগুলি মাইগ্রেন নিয়ন্ত্রণেও সাহায্য করে৷ ফ্লেভারড টিয়ের মধ্যে পিপারমিন্ট টি বেছে নিন মাইগ্রেন উপশমে৷
advertisement
টকদই-
গ্যাসে সমস্যার জন্য অনেক সময়ে মাইগ্রেন হয়৷ সেক্ষেত্রে ডায়েটে রাখুন টকদই৷ আপনার পেটের স্বাস্থ্য ভাল রাখে এবং ডিহাইড্রেশন রোধ করে৷
ফল ও সব্জি-
তাজা ফল ও সব্জি সবসময়েই শরীরে সার্বিক পুষ্টির আধার৷ ডায়েটে ফল ও সব্জি রাখলে মাইগ্রেনের সমস্যা কমে যায়৷
advertisement
মাছ, বিশেষত সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে৷ এই উপাদান ইনফ্লেম্যাশন কমাতে সাহায্য করে৷ মাছ ও সামুদ্রিক খাবারে থাকা প্রোটিন ও ভাল ফ্যাট মাইগ্রেন সমস্যা নিয়ন্ত্রণ করে৷ পাশাপাশি, শরীরে পুষ্টিমূল্যও যোগ করে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Migraine Pain: মাইগ্রেনের অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রেহাই পাবেন এই খাবারগুলিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement