Vastu Tips for Tulsi Plant: সপ্তাহের কোনদিন তুলসিগাছে জল দেবেন না? তুলবেন না এর পাতা? উৎসর্গ করবেন না কোন দেবতাকে? জানুন, নইলে ঘোর বিপদ
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Vastu Tips for Tulsi Plant: বাড়িতে তুলসিগাছ থাকলে বা তুলসিপাতা ব্যবহার করলে সেই টিপসগুলি জেনে রাখুন
তুলসিগাছের গুরুত্ব সনাতনী বিশ্বাসীদের কাছে অপরিসীম৷ আয়ুর্বেদ তথা জ্যোতিষশাস্ত্রে তুলসিগাছের প্রতি অংশই পবিত্র ও ওষধিগুণের আধার বলে মনে করা হয়৷ তবে তুলসিগাছ তথা পাতার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু বাস্তু টিপস৷ বাড়িতে তুলসিগাছ থাকলে বা তুলসিপাতা ব্যবহার করলে সেই টিপসগুলি জেনে রাখুন৷ বলছেন বাস্তু বিশেষজ্ঞ ডক্টর আরতি দাহিয়া৷
বাড়িতে তুলসিমঞ্চ থাকলে কেটে যায় নানা বিঘ্ন। দূর হয় বাস্তুদোষ। তুলসিগাছের প্রভাবে কেটে যায় বিবাহের পথে বাধা। সুখী হয় বিবাহিত জীবন। তবে তুলসিগাছ বাড়িতে রাখার ক্ষেত্রে কিছু নিয়ম মনে রাখতে হবে। না হলে কিন্তু হিতে বিপরীত হবে।
advertisement
গৃহস্থের বাড়ির উত্তর কোণে তুলসিগাছ রাখা শুভ। প্রতিদিন সকালে তুলসিগাছে জল দিন। তবে কখনওই রবিবার তুলসিগাছে জল দেবেন না। মহাদেব, গণপতি এবং ভৈরবের উদ্দেশে কোনওদিন তুলসিপাতা নিবেদন করবেন না। কোনওদিন সন্ধ্যায় তুলসিপাতা তুলবেন না। এছাড়াও রবিবার, একাদশী, দ্বাদশী এবং সংক্রান্তি তিথিতে তুলসিগাছে হাত দেবেন না।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2024 9:58 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips for Tulsi Plant: সপ্তাহের কোনদিন তুলসিগাছে জল দেবেন না? তুলবেন না এর পাতা? উৎসর্গ করবেন না কোন দেবতাকে? জানুন, নইলে ঘোর বিপদ












