মহিলাদের ওপর যৌন নির্যাতন, ফেসবুক-ট্যুইটারে নতুন প্রতিবাদ #Metoo

Last Updated:

কলম্বো থেকে কলকাতা, নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি ৷ কিংবা ব্রাজিল, বেঙ্গালুরু, বেলজিয়াম, গুজরাট ৷

#কলকাতা: কলম্বো থেকে কলকাতা, নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি ৷ কিংবা ব্রাজিল, বেঙ্গালুরু, বেলজিয়াম, গুজরাট ৷ ফেসবুক স্টেটাসে দৌড়চ্ছে #metoo প্রতিবাদ ৷ প্রায় প্রত্যেকে মহিলাই তাঁদের ফেসবুকে নিশ্চুপে লিখে যাচ্ছেন নিজের অভিজ্ঞতার গল্প ৷ তবে স্পষ্ট নয়, শুধু হ্যাশট্যাগে #metoo ৷ আর দেশ, বিদেশ থেকে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঝড় !
me t
তা এই #metoo প্রতিবাদের শুরু কোথায়? গোটা হলিউড উঠেছে কেঁপে ৷ বিখ্যাত প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের একের পর নোংরা কীর্তি সামনে আসছে রোজ রোজ ৷ কীভাবে একের পর এক নারীকে প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করেছে এই প্রযোজক ৷ তবে এই প্রযোজক তো শুধুই মাত্র একটা গুটি৷ প্রতিবাদ আসলে সেই সব পুরুষ মানুষের বিরুদ্ধে যাঁরা নারীকে শুধুই মাত্র শরীর সর্বস্ব মনে করেন ৷ যাঁরা বার বার আঘাত করেন নারীর দেহে ৷ তৃপ্ত হতে চায় নোংরা লালসায় ৷ সেই সব পুরুষ মানুষের গালেই চড় মারতে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে #metoo ঝড় !
advertisement
advertisement
আর এই প্রতিবাদ শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিসা মিলানো ! তাই এই #metoo-এই এখন দেশ, বিদেশের সীমানা ছাড়িয়ে প্রত্যেক নারীর প্রতিবাদের ভঙ্গি৷ সোশ্যাল নেটওয়ার্কে নিশ্চুপ ঝড় ৷ এক বুদ্ধিদীপ্ত আঘাত !
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মহিলাদের ওপর যৌন নির্যাতন, ফেসবুক-ট্যুইটারে নতুন প্রতিবাদ #Metoo
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement