Medicine: হাত-পায়ের তালুই যথেষ্ট, কোনও রকম ওষুধ ছাড়াই সারবে রোগ! জানাচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:

Medicine: আকুপ্রেশার ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। কারণ কোনরকম উপাদান ওষুধ পথ্য ছাড়াই, শরীরের বিশেষ কয়েকটি অংশে, এবং হাতের ও পায়ের তালুর নিচে চাপ দিয়েই নির্মূল হচ্ছে কঠিন ব্যাধি।

+
আকুপ্রেশার

আকুপ্রেশার পদ্ধতি দেখাচ্ছেন বিশেষজ্ঞ

নদিয়া: জানেন কি গরম এবং ঠান্ডা চোখের দু প্রান্ত দিয়ে দু ধরনের জল নির্গত হয়! কিন্তু কেন? আপনার শরীরের মেরামতির চাবিকাঠি রয়েছে আপনারই হাত এবং পায়ের তালুতে। আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতি এখন বেশিরভাগ যোগ সেন্টারেই উপলব্ধ, ক্রমশই জনপ্রিয়তা লাভ করছে বিশেষ এই চিকিৎসা পদ্ধতি। ক্রমবর্ধমান জনসংখ্যায় জীবনযাত্রার ধরন, খাদ্যাভ্যাস, পরিবেশ দূষণ এসবের উপর বাড়ছে রোগ ব্যাধিও। তবে বসে নেই চিকিৎসা বিজ্ঞানীরা। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, ইউনানি, কবিরাজি নানান চিকিৎসা পদ্ধতি ক্রমশ উন্নতি সাধন হয়ে চলেছে। তবে বহু প্রাচীন ভারতীয় উপমহাদেশে সৃষ্ট যোগ প্রাণায়াম আকুপ্রেশার – এ ধরনের চিকিৎসা পদ্ধতিও এখন বিজ্ঞানসম্মত।
আকুপ্রেশার ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। কারণ কোনরকম উপাদান ওষুধ পথ্য ছাড়াই, শরীরের বিশেষ কয়েকটি অংশে, এবং হাতের ও পায়ের তালুর নিচে চাপ দিয়েই নির্মূল হচ্ছে কঠিন ব্যাধি। মানবদেহে থাইরয়েড অ্যাড্রিনাল, পিটুইটারি অগ্নাশয়ের মত অন্তক্ষরণগ্রন্থি থেকে নির্গত রস মাংসপেশী এবং নার্ভের উপর অত্যন্ত ফলপ্রসু হিসেবে কাজ করে। আর যার নিয়ন্ত্রণ হিসাবে সুইচ রয়েছে আপনার নিজের দেহেই।
advertisement
advertisement
মাথাব্যথা, মাইগ্রেন, সাইনাস, আর্থারাইটিস, স্পন্ডলাইসিস, লিভারের সমস্যা, অ্যালার্জির মতো একাধিক সমস্যায় আকুপ্রেসার চিকিৎসা পদ্ধতিতে মুহূর্তের মধ্যেই মুক্তি পাওয়া যায়। এ ছাড়াও স্নায়ুর নানা সমস্যা, স্নায়ুর রোগ, পক্ষাঘাত, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যাতেও এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী। তবে পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি না থাকলেও অন্তঃসত্ত্বা মহিলা, দিনে দুবারের বেশি এবং টানা দুই মিনিটের বেশি এই পদ্ধতি ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
advertisement
প্রসঙ্গে নদিয়ার চাকদা থেকে আগত গোপাল বিশ্বাস জানান নানান অজানা বিজ্ঞান ভিত্তিক প্রাচীন শরীর সুস্থ রাখার বিভিন্ন পদ্ধতি। তিনি বলেন মনের দুঃখে দু চোখের নিচের অংশ দিয়ে উষ্ণ জল নির্গত হয় কিন্তু আনন্দের অথবা শরীরে আঘাত পেলে দু চোখের দু পাশে থাকা ধার দিয়ে অপেক্ষাকৃত ঠান্ডা জল নির্গত হয়। দূরের কোনও স্থানে যাওয়ার সময় মলমুত্রের বেগ অনায়াসেই থামিয়ে রাখা যায় বেশ কয়েক ঘন্টা, অর্থাৎ ঈশ্বর যেমন শরীর সৃষ্টি করেছেন তেমনি শরীরের নানান রোগব্যাধি নির্মূলেরও ব্যবস্থা করে রেখেছেন শরীরের মধ্যেই। আর সেটাই হল হাতের এবং পায়ের তালু অর্থাৎ স্নায়ু তন্ত্রের শেষ প্রান্ত যেখানে ৪০ টি পয়েন্টে সামান্য আঘাত করলেই নার্ভের মধ্যে দিয়ে বিভিন্ন গ্রন্থি সক্রিয় করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ধরনের রোগব্যাধি সাময়িক নিয়ন্ত্রণে রাখা যায়।
advertisement
—— Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Medicine: হাত-পায়ের তালুই যথেষ্ট, কোনও রকম ওষুধ ছাড়াই সারবে রোগ! জানাচ্ছেন বিশেষজ্ঞ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement