Best Non-Alcoholic Beverage on Earth: মদ ছাড়া ভারতের এটাই বিশ্বের অন্যতম সেরা পানীয়! খেয়েছেন কোনওদিন? দেখুন তো...

Last Updated:

Best Non-Alcoholic Beverage on Earth: সারা বিশ্বে নন অ্যালকোলিক পানীয় নয় এরকম কিছু সেরা পানীয় নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে

অনেকের তো দিনভর চলতে থাকে পেয়ালার পর পেয়ালা চা
অনেকের তো দিনভর চলতে থাকে পেয়ালার পর পেয়ালা চা
অধিকাংশ ভারতবাসীর কাছে ‘চা’ কোনও পানীয় নয়৷ বরং আবেগের অপর নাম৷ একগ্লাস চা পান করা যায় নানাভাবে৷ দিনের শুরুতে এক পেয়ালা চা ছাড়া কেউ ভাবতেই পারে না৷ অনেকের তো দিনভর চলতে থাকে পেয়ালার পর পেয়ালা চা৷ বন্ধুত্বের মাধ্যমও চা বটে!
সম্প্রতি জনপ্রিয় খাবার ও বেড়ানোর গাইড টেস্টঅ্যাটলাস একাধিক তালিকা প্রকাশ করেছেন৷ ২০২৩-২৪ সালের নিরিখে ভারতীয় খাবার, রেস্তরাঁ, উপকরণ থেকে শুরু করে রান্নার বইয়েরও তালিকা তৈরি করেছে৷ শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে সেই তালিকা তৈরি করা হয়েছে৷
advertisement
সেরকমই একটি তালিকা তৈরি করা হয়েছে নন অ্যালকোহলিক পানীয় নিয়ে৷ সারা বিশ্বে নন অ্যালকোলিক পানীয় নয় এরকম কিছু সেরা পানীয় নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে৷ সেখানে ভারতীয় মশালা চা পেয়েছে দ্বিতীয় স্থান৷
advertisement

View this post on Instagram

A post shared by TasteAtlas (@tasteatlas)

advertisement
ইনস্টাগ্রাম পোস্টে সংস্থার তরফে লেখা হয়েছে, ‘‘মশলা চায়ের মতো সুবাসিত পানীয়ের উৎস ভারতে৷ কালো চা পাতা, চিনি, দুধ ও মশলার মিশেলে তৈরি হয় এই পানীয়৷ মশলার মধ্যে থাকে দারচিনি, আদা, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ৷ পছন্দ অনুযায়ী পাল্টে যায় মশলার পরিমাণ৷ ব্রিটিশ চা ব্যবসার সঙ্গে জড়িত ছিল মশলা চা৷’’
advertisement
আরও পড়ুন : কালো হলেও কেন পবিত্র বিয়ের মঙ্গলসূত্র? জানুন সেই রহস্য
তাহলে নন অ্যালকোহলিক পানীয়ের মধ্যে সেরার সেরা কে হল? সেই স্থানে আছে মেক্সিকোর অ্যাকুয়াস ফ্রেস্কাস৷ এই পানীয়ে থাকে ফল, শশা, ফুল, বীজ, দানাশস্য, চিনি এবং জল৷’’ তৃতীয় স্থানে আছে ভারতীয় ম্যাঙ্গোলস্যি৷ অন্যদিকে দুগ্ধজাত পানীয়ের মধ্যে সেরার শিরোপা পেয়েছে আমের লস্যি৷ টেস্ট অ্যাটলাস সম্প্রতি ভারতীয় বাসমতি চালকে বিশ্বের সেরা চালের স্বীকৃতিও দিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Best Non-Alcoholic Beverage on Earth: মদ ছাড়া ভারতের এটাই বিশ্বের অন্যতম সেরা পানীয়! খেয়েছেন কোনওদিন? দেখুন তো...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement