Manjamma Jogathi : ভিক্ষাজীবী থেকে পদ্মশ্রী ভূষিত শিল্পী, রাষ্ট্রপতির সামনে মঞ্জাম্মার অনবদ্য সৌজন্য আচরণ এখন ভাইরাল

Last Updated:

তিনি মঞ্জাম্মা যোগাথি (Manjamma Jogathi)৷ লোকনৃত্যে অবদানের জন্য এ বছর এই রূপান্তরকামী শিল্পী ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানে (Padma Shri Award)৷

পদ্ম সম্মান গ্রহণের আগে তাঁর অনবদ্য সৌজন্য আচরণ ভঙ্গিমা কেড়ে নিয়েছে নেটিজেনদের মন৷ তিনি মঞ্জাম্মা যোগাথি (Manjamma Jogathi)৷ লোকনৃত্যে অবদানের জন্য এ বছর এই রূপান্তরকামী শিল্পী ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানে (Padma Shri Award)৷
তাঁর নাম ঘোষণা হতেই সাবলীল ভঙ্গিতে হেঁটে যান মঞ্জাম্মা৷ পরনে ছিল উজ্জ্বল বেগুনি রঙের শাড়ি৷ রুপোর মোটা মল পরা পা অবশ্য পাদুকাহীন৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) কাছে পুরস্কার গ্রহণের আগে ভূমিপ্রণামও করেন তিনি৷ তার পর অভূতপূর্ব অথচ চিরাচরিত ভঙ্গিমায় রাষ্ট্রপতিতে শুভেচ্ছা জানান মঞ্জাম্মা৷ সম্মাননা গ্রহণ পর্বের পালা এর পর৷
advertisement
advertisement
advertisement
মঞ্জাম্মার জন্ম ‘মঞ্জুনাথ শেট্টী’ পরিচয়ে, বল্লরী জেলায়৷ দশম শ্রেণি অবধি পড়াশোনা করা মঞ্জুনাথ কৈশোরে পৌঁছে বুঝতে পারেন অনুভূতিতে তিনি প্রকৃতপক্ষে নারী, পুরুষ নন৷ তাঁর এই অনুভূতি মেনে নিতে পারেননি পরিবার পরিজন৷
পরিবার পরিত্যক্ত মঞ্জুনাথের দিন কাটতে থাকে শাড়ি পরে ভিক্ষাবৃত্তিতে৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, জীবনের সেই পর্বে বহু বার যৌনলাঞ্ছিত হয়েছেন তিনি৷ অনেক বার ভেবেছিলেন শেষ করে দেবেন জীবন৷ কিন্তু জীবন অন্যরকম কিছু ভেবে রেখেছিল তাঁর জন্য৷
advertisement
আরও পড়ুন : শতাব্দীর সব থেকে বড় চন্দ্রগ্রহণ ! জেনে নিন ভারতে কখন দেখা যাবে ! অনলাইনেও দেখতে পারেন ! রইল লিঙ্ক
এক সহৃদয় ব্যক্তির আশ্রয়ে নতুন দিশা পায় মঞ্জুনাথের জীবন৷ তাঁর পরিচয় হয় কল্লাভা যোগাথির সঙ্গে৷ তাঁর কাছেই শেখেন যোগাপ্পা সম্প্রদায়ের লোকনৃত্য যোগাথি (Jogathi Folk Dance)৷ ক্রমে শুরু হয় বিভিন্ন জায়গায় পারফরম্যান্স পর্ব৷ জীবনের প্রতি বীতরাগ মঞ্জুনাথ নৃত্যকলার সাহচর্যে হয়ে গিয়েছে স্বপ্নসন্ধানী৷ ঠিক যেমন ‘মঞ্জুনাথ’ থেকে কখন যেন হয়ে গিয়েছেন ‘মঞ্জাম্মা’ ৷
advertisement
আরও পড়ুন : বায়ুদূষণে ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখতে অত্যন্ত কার্যকরী এই ৩ ভিটামিন
নৃত্যগুরু কল্লাভা যোগাথির মৃত্যুর পর নাচের দলের কর্ণধার এখন মঞ্জাম্মা-ই৷ তাঁর হাত ধরে এই নৃত্যশৈলী খুবই জনপ্রিয় হয়েছে৷ শিল্পকলার প্রসারের উদ্দেশে কর্নাটক সরকারের সংস্থা ‘জনপদ অ্যাকাডেমি’-র প্রথম রূপান্তরকামী প্রেসিডেন্ট মঞ্জাম্মা৷
সামাজিক মাধ্যমে মঞ্জাম্মার পুরস্কার গ্রহণের আগের আচরণ-ভঙ্গিমা এখন ভাইরাল৷ নেটিজেনরা বুঁদ তাঁর বর্ণময় জীবনসংগ্রামেও৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Manjamma Jogathi : ভিক্ষাজীবী থেকে পদ্মশ্রী ভূষিত শিল্পী, রাষ্ট্রপতির সামনে মঞ্জাম্মার অনবদ্য সৌজন্য আচরণ এখন ভাইরাল
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement