Manjamma Jogathi : ভিক্ষাজীবী থেকে পদ্মশ্রী ভূষিত শিল্পী, রাষ্ট্রপতির সামনে মঞ্জাম্মার অনবদ্য সৌজন্য আচরণ এখন ভাইরাল

Last Updated:

তিনি মঞ্জাম্মা যোগাথি (Manjamma Jogathi)৷ লোকনৃত্যে অবদানের জন্য এ বছর এই রূপান্তরকামী শিল্পী ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানে (Padma Shri Award)৷

পদ্ম সম্মান গ্রহণের আগে তাঁর অনবদ্য সৌজন্য আচরণ ভঙ্গিমা কেড়ে নিয়েছে নেটিজেনদের মন৷ তিনি মঞ্জাম্মা যোগাথি (Manjamma Jogathi)৷ লোকনৃত্যে অবদানের জন্য এ বছর এই রূপান্তরকামী শিল্পী ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানে (Padma Shri Award)৷
তাঁর নাম ঘোষণা হতেই সাবলীল ভঙ্গিতে হেঁটে যান মঞ্জাম্মা৷ পরনে ছিল উজ্জ্বল বেগুনি রঙের শাড়ি৷ রুপোর মোটা মল পরা পা অবশ্য পাদুকাহীন৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) কাছে পুরস্কার গ্রহণের আগে ভূমিপ্রণামও করেন তিনি৷ তার পর অভূতপূর্ব অথচ চিরাচরিত ভঙ্গিমায় রাষ্ট্রপতিতে শুভেচ্ছা জানান মঞ্জাম্মা৷ সম্মাননা গ্রহণ পর্বের পালা এর পর৷
advertisement
advertisement
advertisement
মঞ্জাম্মার জন্ম ‘মঞ্জুনাথ শেট্টী’ পরিচয়ে, বল্লরী জেলায়৷ দশম শ্রেণি অবধি পড়াশোনা করা মঞ্জুনাথ কৈশোরে পৌঁছে বুঝতে পারেন অনুভূতিতে তিনি প্রকৃতপক্ষে নারী, পুরুষ নন৷ তাঁর এই অনুভূতি মেনে নিতে পারেননি পরিবার পরিজন৷
পরিবার পরিত্যক্ত মঞ্জুনাথের দিন কাটতে থাকে শাড়ি পরে ভিক্ষাবৃত্তিতে৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, জীবনের সেই পর্বে বহু বার যৌনলাঞ্ছিত হয়েছেন তিনি৷ অনেক বার ভেবেছিলেন শেষ করে দেবেন জীবন৷ কিন্তু জীবন অন্যরকম কিছু ভেবে রেখেছিল তাঁর জন্য৷
advertisement
আরও পড়ুন : শতাব্দীর সব থেকে বড় চন্দ্রগ্রহণ ! জেনে নিন ভারতে কখন দেখা যাবে ! অনলাইনেও দেখতে পারেন ! রইল লিঙ্ক
এক সহৃদয় ব্যক্তির আশ্রয়ে নতুন দিশা পায় মঞ্জুনাথের জীবন৷ তাঁর পরিচয় হয় কল্লাভা যোগাথির সঙ্গে৷ তাঁর কাছেই শেখেন যোগাপ্পা সম্প্রদায়ের লোকনৃত্য যোগাথি (Jogathi Folk Dance)৷ ক্রমে শুরু হয় বিভিন্ন জায়গায় পারফরম্যান্স পর্ব৷ জীবনের প্রতি বীতরাগ মঞ্জুনাথ নৃত্যকলার সাহচর্যে হয়ে গিয়েছে স্বপ্নসন্ধানী৷ ঠিক যেমন ‘মঞ্জুনাথ’ থেকে কখন যেন হয়ে গিয়েছেন ‘মঞ্জাম্মা’ ৷
advertisement
আরও পড়ুন : বায়ুদূষণে ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখতে অত্যন্ত কার্যকরী এই ৩ ভিটামিন
নৃত্যগুরু কল্লাভা যোগাথির মৃত্যুর পর নাচের দলের কর্ণধার এখন মঞ্জাম্মা-ই৷ তাঁর হাত ধরে এই নৃত্যশৈলী খুবই জনপ্রিয় হয়েছে৷ শিল্পকলার প্রসারের উদ্দেশে কর্নাটক সরকারের সংস্থা ‘জনপদ অ্যাকাডেমি’-র প্রথম রূপান্তরকামী প্রেসিডেন্ট মঞ্জাম্মা৷
সামাজিক মাধ্যমে মঞ্জাম্মার পুরস্কার গ্রহণের আগের আচরণ-ভঙ্গিমা এখন ভাইরাল৷ নেটিজেনরা বুঁদ তাঁর বর্ণময় জীবনসংগ্রামেও৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Manjamma Jogathi : ভিক্ষাজীবী থেকে পদ্মশ্রী ভূষিত শিল্পী, রাষ্ট্রপতির সামনে মঞ্জাম্মার অনবদ্য সৌজন্য আচরণ এখন ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement