সিংহর সঙ্গে সেলফি তুলে টিকটক ভিডিও... উপযুক্ত সাজা পেল যুবক

Last Updated:

সিংহর সঙ্গে সেলফি তুলে টিকটক ভিডিও !

কখনও ট্রেনে ঝুলন্ত অবস্থায় স্টান্ট, কখনও বহুতলের কার্ণিশে নাচা-গানা... টিকটক ভিডিও করে জনপ্রিয় হওয়ার নেশা এই প্রজন্মকে প্রতিনিয়ত  বিপদের দিকে ঠেলে দিচ্ছে!  সম্প্রতি নেট দুনিয়ায় শেয়ার হয়েছে এমনই আরেজ বিপজ্জনক টিকটক ভিডিও! ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক সিংহর সঙ্গে সেলফি তুলছে! ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান! ভিডিওটি টুইটারে শেয়ার করেন ভারতীয় বন বিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান। তিনি লেখেন, '' কিছুদিন আগে ভিডিওটে চোখে পড়ে। বুঝতে পারি, কোথাও একটা বড় ভুল হচ্ছে... গুরুত্ব পেতে এই প্রজন্মর কচিকাঁচারা এমন অনেককিছু করছে যা একেবারেই ঠিক নয়!'' প্রবীণ কাসওয়ান এও জানান, সিংহর সঙ্গে সেলফি নেওয়া ও সেই ফুটেজ দিয়ে টিকটক ভিডিও বানানোর অপরাধে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে!
দেখুন সেই ভিডিও--
advertisement
এর আগে রেলমন্ত্রী পীযূষ গয়াল একটি টিকটক ভিডিওর তীব্র সমালোচনা করেন। সেই ভিডিওতে দেখা যায় ট্রেনে ঝুলন্ত অবস্থায় স্টান্ট দেখাতে গিয়ে লাইনে কাটাই পড়তে যাচ্ছিল এক কিশোর। ট্রেন থেকে ঝুলতে ঝুলতে নীচে মাটিতে পা ঠেকানোর চেষ্টা করে ! ট্রেনের গতির সঙ্গে তাল মেলানো কখনওই সম্ভব ছিল না, কাজেই মাটিতে ঠোক্কর খেতে খেতে ঝুলতে থাকে কিশোর।  এরপরই হাতে ধরা ট্রেনের হ্যান্ডেল ছেড়ে যায়, নীচে পড়ে যায় কিশোর। ভিডিওটি দেখে কয়েক মুহূর্তের জন্য মনে হবে, নির্ঘাৎ কিশোরের মাথা চলে গিয়েছে ট্রেনের চাকার তলায়!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সিংহর সঙ্গে সেলফি তুলে টিকটক ভিডিও... উপযুক্ত সাজা পেল যুবক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement