সিংহর সঙ্গে সেলফি তুলে টিকটক ভিডিও... উপযুক্ত সাজা পেল যুবক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সিংহর সঙ্গে সেলফি তুলে টিকটক ভিডিও !
কখনও ট্রেনে ঝুলন্ত অবস্থায় স্টান্ট, কখনও বহুতলের কার্ণিশে নাচা-গানা... টিকটক ভিডিও করে জনপ্রিয় হওয়ার নেশা এই প্রজন্মকে প্রতিনিয়ত বিপদের দিকে ঠেলে দিচ্ছে! সম্প্রতি নেট দুনিয়ায় শেয়ার হয়েছে এমনই আরেজ বিপজ্জনক টিকটক ভিডিও! ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক সিংহর সঙ্গে সেলফি তুলছে! ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান! ভিডিওটি টুইটারে শেয়ার করেন ভারতীয় বন বিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান। তিনি লেখেন, '' কিছুদিন আগে ভিডিওটে চোখে পড়ে। বুঝতে পারি, কোথাও একটা বড় ভুল হচ্ছে... গুরুত্ব পেতে এই প্রজন্মর কচিকাঁচারা এমন অনেককিছু করছে যা একেবারেই ঠিক নয়!'' প্রবীণ কাসওয়ান এও জানান, সিংহর সঙ্গে সেলফি নেওয়া ও সেই ফুটেজ দিয়ে টিকটক ভিডিও বানানোর অপরাধে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে!
দেখুন সেই ভিডিও--
For example this person on #TikTok. Taking selfie with lion. Later arrested. pic.twitter.com/4dBM2GgtgI
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 19, 2020
advertisement
এর আগে রেলমন্ত্রী পীযূষ গয়াল একটি টিকটক ভিডিওর তীব্র সমালোচনা করেন। সেই ভিডিওতে দেখা যায় ট্রেনে ঝুলন্ত অবস্থায় স্টান্ট দেখাতে গিয়ে লাইনে কাটাই পড়তে যাচ্ছিল এক কিশোর। ট্রেন থেকে ঝুলতে ঝুলতে নীচে মাটিতে পা ঠেকানোর চেষ্টা করে ! ট্রেনের গতির সঙ্গে তাল মেলানো কখনওই সম্ভব ছিল না, কাজেই মাটিতে ঠোক্কর খেতে খেতে ঝুলতে থাকে কিশোর। এরপরই হাতে ধরা ট্রেনের হ্যান্ডেল ছেড়ে যায়, নীচে পড়ে যায় কিশোর। ভিডিওটি দেখে কয়েক মুহূর্তের জন্য মনে হবে, নির্ঘাৎ কিশোরের মাথা চলে গিয়েছে ট্রেনের চাকার তলায়!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2020 9:15 PM IST

