চোখের পাতায় জাতীয়তাবাদ! স্বাধীনতা দিবসে স্পেশাল মেকআপ, নিজেকে কোন লুকে সাজিয়ে তুলবেন দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
স্বাধীনতা দিবস মানে জাতীয় পতাকাই থিম। সেই তিরঙ্গার ছোঁয়া থাক মেকআপেও।
#কলকাতা: ৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day 2022) উদযাপনের প্রস্তুতি চলছে দেশ জুড়ে। দেশপ্রেম সারা বছরই হৃদয়ে বহমান। কিন্তু বিশেষ এই দিনে নিজেকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তুলতে কে না চায়। বিশেষ করে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি বলে কথা। তাই এই দিনে স্পেশাল কিছু তো করতেই হয়।
স্বাধীনতা দিবস মানে জাতীয় পতাকাই থিম। সেই তিরঙ্গার ছোঁয়া থাক মেকআপেও। তবে মেকআপ কিটের প্রোডাক্টগুলো ব্যবহার করে আরও অনেক কিছুই করা যায়। এখানে পাঁচটি সহজ অথচ উৎকৃষ্ট ১৫ আগস্টের মেকআপ লুক নিয়ে আলোচনা করা হল।
advertisement
advertisement
লুক ১: স্লিম অ্যাঙ্গেল আইব্রো পেনসিল দিয়ে ভুরু আঁকতে হবে। ভুরুতেই থাকবে জাতীয় পতাকার ছোঁয়া। কাজটা খুব কঠিন নয়। প্রথমে চোখের পাতায় গেরুয়া আই শ্যাডো লাগাতে হবে। নিচের ল্যাশ লাইনে ব্যবহার করতে হবে সবুজ আই শ্যাডো। সঙ্গে ঠোঁটে লাগাতে হবে গেরুয়া-বেইজ লিপস্টিক। ব্যস, মুখেই ফুটে উঠবে জাতীয় পতাকা।
লুক ২: এই লুক মুখে অন্য মাত্রা যোগ করবে। চোখের পাতায় গেরুয়া আই শ্যাডো দিয়ে স্মাজ করে দিতে হবে।এবার কনসিলার দিয়ে কাট ক্রিজ করে সাদা আই শ্যাডো দিয়ে সেটা সেট করতে হবে। শেষ ধাপে ব্যবহার করতে হবে সবুজ আই শ্যাডো। এটা উইংড আইলাইনার লুক এনে দেবে। এর সঙ্গে চোখে কাজলও লাগানো যায়।
advertisement
লুক ৩: এই লুকের জন্য চোখের পাতায় সবুজ আই শ্যাডো লাগাতে হবে। আর ওয়াটারলাইনে ব্যবহার করতে হবে সিলভার আইলাইনার পেনসিল। এর সঙ্গে চোখে ঘন ভাব আনার জন্য মাসকারা ব্যবহার করা যায়। এর সঙ্গে ঠোঁটে লাগাতে হবে প্রবাল শেডের লিপস্টিক।
advertisement
লুক ৪: এই মেকআপ শুধু গ্ল্যামারাস নয়, আভিজাত্যে ভরপুর। প্রথমে হালকা করে ভুরু এঁকে নিতে হবে। তারপর ডান চোখের পাতা এবং ওয়াটারলাইনে ব্যবহার করতে হবে গেরুয়া রঙের আই শ্যাডো। এরপর চোখের পাতা এবং বাম চোখের ওয়াটারলাইনে লাগাতে হবে সবুজ আই শ্যাডো। ল্যাশ লাইন সোজা রাখতে এবং চোখকে আরও উজ্জ্বল করতে এরপর লাগাতে হবে নীল আইলাইনার। এর সঙ্গে থাকুক ম্যাট গোলাপি লিপস্টিক। মনে রাখতে হবে, সাহসী এবং আকর্ষণীয় মেকআপ যে কোনও চেহারায় বিস্ময়কর কাজ করে।
advertisement
লুক ৫: ঠোঁটে থাকুক টিন্টেড লিপ বাম। ঠোঁটের প্রাকৃতিক রঙ আরও গাঢ় হোক। এবার সেটিং স্প্রে দিয়ে আঙুলগুলো ভিজিয়ে নিয়ে কমলা, সাদা এবং সবুজ আইশ্যাডোতে ডুবিয়ে নিতে হবে। তারপর আড়াআড়িভাবে আঙুলগুলো বুলিয়ে নিতে হবে গালে। হ্যাঁ, একেবারে বাচ্চা বেলায় যেভাবে গালে জাতীয় পতাকা আঁকা হত সেভাবেই। এর সঙ্গে নেভি ব্লু রঙের টিপ আর সাদা শাড়ি পরে নিলেই মেকআপ শেষ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2022 2:54 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চোখের পাতায় জাতীয়তাবাদ! স্বাধীনতা দিবসে স্পেশাল মেকআপ, নিজেকে কোন লুকে সাজিয়ে তুলবেন দেখে নিন!