Bhai Dooj 2022|| উৎসবের সাজ হোক পরিপূর্ণ! ভাইফোঁটায় কীভাবে বাঁধবেন চুল! ধাপে ধাপে শিখে নিন

Last Updated:

Make this hairstyle on Bhai Dooj: চুলকে এত সুন্দর করে বাঁধতে হবে, যাতে ঘরোয়া অনুষ্ঠানেও হয়ে ওঠা যায় মধ্যমণি! তা-হলে দেখে নেওয়া যাক, ভাইফোঁটা স্পেশাল হেয়ার স্টাইল।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতা: কথায় বলে না, বাঙালির বারো মাসের তেরো পার্বণ! ফলে একটা উৎসব শেষ হতে না-হতেই চলে আসে আর একটা উৎসব। এই যেমন কালীপুজো বা দীপাবলির রেশ থাকতে থাকতেই এসে যাবে ভাই ফোঁটা। হিন্দুদের অত্যন্ত পবিত্র এই উৎসবে উদযাপন করা হয় ভাই-বোনের চিরন্তন বন্ধনকে। ভাইদের মঙ্গলকামনা করে তাঁদের কপালে ফোঁটা দেন বোনেরা। থাকে খাওয়াদাওয়ার এলাহি আয়োজন।
ভাই ফোঁটা ঘরোয়া উৎসব হলেও সাজগোজ না হলে কি আর চলে? পোশাক-আশাকের পাশাপাশি গুরুত্বপূর্ণ হল - চুলের সাজ! চুলকে এত সুন্দর করে বাঁধতে হবে, যাতে ঘরোয়া অনুষ্ঠানেও হয়ে ওঠা যায় মধ্যমণি! তা-হলে দেখে নেওয়া যাক, ভাইফোঁটা স্পেশাল হেয়ার স্টাইল।
advertisement
advertisement
এই দিন যাঁরা সালোয়ার স্যুট কিংবা লেহেঙ্গা চোলি বেছে নেবেন, তাঁরা এই কায়দায় চুল বাঁধতে পারেন। সঙ্গে যদি পোশাকের সঙ্গে ম্যাচ করে কোনও ফুল লাগাতে পারেন, তা-হলে তো কথাই নেই।
কীভাবে বানানো যায় এই হেয়ার স্টাইল:
সবার প্রথমে চুলটাকে চিরুনি দিয়ে ভাল করে আঁচড়ে নিতে হবে।
এ-বার ক্রাউনের অংশ থেকে চুলকে মিডল পার্টিশন করে নিতে হবে।
advertisement
এর পর দুই পাশের চুলগুলোকে আঁচড়ে নিয়ে দুটো বিনুনি করে তা পিছনের দিকে আনতে হবে।
এ-বার দুটি বিনুনিকে জুড়ে চুল আঁচড়ে একটা বিনুনি বানিয়ে নিতে হবে।
এর পর বিনুনি জুড়ে ফুল গুঁজে নিলেই চুলের সাজ একেবারে রেডি।
মেসি বান হেয়ার স্টাইল:
ভাইফোঁটায় যদি ইন্দো-ওয়েস্টার্ন কিংবা ওয়েস্টার্ন পোশাক বেছে নেন কেউ, তা-হলে সেই পোশাকের জন্য এই মেসি বান হেয়ার স্টাইল একদম পারফেক্ট। একটু অগোছালো করে বাঁধা খোঁপা যেন একটা কেয়ার-ফ্রি লুক আনতে সাহায্য করে। তবে এই হেয়ার স্টাইলের জন্য বেশি সময় খরচ হবে না। মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে মেসি বান হেয়ার স্টাইল।
advertisement
কীভাবে বানানো যায় এই হেয়ার স্টাইল:
এই চুলের সাজের জন্য ভাল করে চুলটাকে আঁচড়ে নিতে হবে।
এ-বার সব চুল একসঙ্গে জড়ো করে মাথার ক্রাউন অংশে নিয়ে গিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আঁটোসাঁটো ভাবে বেঁধে নিতে হবে।
এ-বার চুলের খোলা অংশটাকে রোল করে নিয়ে হেয়ার পিনের সাহায্য চুলের বাঁধা অংশের সঙ্গে আটকে নিতে হবে।
advertisement
ব্রেড পনিটেল হেয়ার স্টাইল:
হয় তো মনে হবে যে, এই হেয়ার স্টাইলটা বানানো অনেক কঠিন। কিন্তু একেবারেই তা নয়। এই হেয়ার স্টাইল করা অত্যন্ত সহজ। তা-হলে দেখে নেওয়া যাক, ব্রেড পনিটেল হেয়ার স্টাইল করার উপায়।
কীভাবে বানানো যায় এই হেয়ার স্টাইল:
এই হেয়ার স্টাইল করার জন্য ক্রাউনের অংশ থেকে চুলটাকে সাইড পার্টিশন করে নিতে হবে।
advertisement
এ-বার সাইড থেকে চুলে বিনুনি বানিয়ে কানের পিছন দিয়ে নিয়ে যেতে হবে।
এর পর চুলের বাকি খোলা অংশে চিরুনি বুলিয়ে নিয়ে রাবার ব্যান্ডের সাহায্যে তা বেঁধে নিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhai Dooj 2022|| উৎসবের সাজ হোক পরিপূর্ণ! ভাইফোঁটায় কীভাবে বাঁধবেন চুল! ধাপে ধাপে শিখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement