সারা দেশের মুখে হাসি ফুটিয়ে তোলা: Happydent এবং News18 দ্বারা পরিচালিত #MakeADent ক্যাম্পেনের বিজয়ীদের নাম প্রকাশিত হল!

Last Updated:

Happydent এবং News18-এর সাম্প্রতিক #MakeADent ক্যাম্পেন এমনই ইতিবাচক পরিবর্তনের ঢেউ তুলেছে সারা দেশে।

বর্তমান দুনিয়ায়, যখন দেখা যায় যে কোনও ইতিবাচক বদল আনার লক্ষ্যে সারা দেশ হাতে-হাত মিলিয়ে কাজ করছে তখন মন ভরে যায় এবং এই ধরনের পদক্ষেপ আমাদের চারপাশে থাকা মানুষদের অনুপ্রেরণা জোগায়, যা সামগ্রিক ভাবে আমাদের প্রভাবিত করে।
Happydent এবং News18-এর সাম্প্রতিক #MakeADent ক্যাম্পেন এমনই ইতিবাচক পরিবর্তনের ঢেউ তুলেছে সারা দেশে। খুবই অল্প সময়ের মধ্যে এই ক্যাম্পেনের জন্য প্রচুর এন্ট্রি জমা পড়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী এমন বহু মানুষ সম্পর্কে আমরা জানতে পেরেছি যারা সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে চলেছেন। এই এন্ট্রিগুলির মাধ্যমে আমরা বহু পরিবর্তন প্রত্যক্ষ করতে পেরেছি এবং কিছু মানুষ প্রতিদিন কিছু সাধারণ ভাবনাশীল কাজ করে চলেছেন, যার সম্পর্কে আমরা জানতে পেরেছি। এই প্রতিক্রিয়াগুলি অসাধারণ, আমরা দারুণ সমস্ত ছবি এবং ভিডিও রূপে 10,000+ এর বেশি এন্ট্রি গ্রহণ করেছি।
advertisement
এখানে অংশগ্রহণকারীরা তাঁদের গল্প জানিয়ে প্যানেলভুক্ত বিচারকদের বিস্মিত করেছেন, কারণ সেগুলি তাঁদের মনের গভীরতার পরিচয় দিয়েছে। তার মধ্যে কয়েকটি কাহিনী মনকে এতটাই স্পর্শ করেছে যা কেউ কখনও ভাবতে পারেননি। Happydent এবং News18 এর উদ্দেশ্য ছিল এই ক্যাম্পেনের মাধ্যমে ইতিবাচক প্রভাবের শৃঙ্খল তৈরি করা এবং আনন্দ ছড়িয়ে দেওয়া।
advertisement
প্রতিটি এন্ট্রি এখানে যে ভাবে প্রভাব ফেলেছে, তার পরে বিচারকদের পক্ষে বিজয়ীদের নির্বাচন করা খুব একটা সহজ কাজ ছিল না। কিন্তু বহু আলোচনা এবং বাছাই করার পরে ইন্ডাস্ট্রির বহু পথিকৃৎ দ্বারা গঠিত বিচারকদের এই প্যানেল দশ জন ভাগ্যবান বিজেতার নাম ঘোষণা করেছে।
advertisement
এই দশ জন বিজেতার কাহিনী সকলের মন ছুঁয়েছে এবং সারা দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
এখানে এই বিজেতাদের তালিকা দেওয়া হল যাঁরা নিজেদের পরিশ্রম এবং অসামান্য কাহিনী প্রকাশ্যে এনে গোটা ভারতের মন জিতে নিয়েছেন:
  • 1ম পুরস্কার – ₹5,00,000: রাঘব শর্মা
  • 2য় পুরস্কার – ₹3,00,000: শিখা মিশ্র এবং পূর্ণিমা সিংহ
  • advertisement
  • 3য় পুরস্কার – ₹2,00,000: গৌরব গৌতম
  • 4র্থ থেকে 10ম পুরস্কার – প্রত্যেকে ₹1,00,000 করে: নিশা যোশী, সালোনী পালকর, জগজিৎ সিংহ, সার্থক জয়েশওয়াল, শুভম পাণ্ডব, প্রতিভা পাই এবং মিসেস ওয়ালিয়া
  • Happydent এবং News18 সকল বিজেতাদের এমন অসাধারণ প্রতিভা এবং কর্মোদ্যোগের জন্য শুভকামনা জানিয়েছে; তার পাশাপাশি তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন যাঁরা এই প্রতিযোগিতাকে এতটা সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করেছেন।
    advertisement
    আমরা আশা করব যেন এই প্রতিযোগিতা এভাবেই আনন্দ প্রদান করতে থাকে এবং আপনাদের অনবদ্য কর্মোদ্যোগগুলি প্রকাশ্যে এনে সমাজে কিছু ইতিবাচক পরিবর্তন আনার কাজে সাহায্য করতে পারে।
    ততদিন পর্যন্ত, বত্রিশ পাঁটি দেখাতে থাকুন এবং মিষ্টি কথা বলতে থাকুন!
    বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
    সারা দেশের মুখে হাসি ফুটিয়ে তোলা: Happydent এবং News18 দ্বারা পরিচালিত #MakeADent ক্যাম্পেনের বিজয়ীদের নাম প্রকাশিত হল!
    Next Article
    advertisement
    West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
    ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
    • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

    • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

    • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

    VIEW MORE
    advertisement
    advertisement