Makar Sankranti 2024: পৌষ পার্বণের নীল আকাশে পাখির মতো উড়বে ঘুড়ি! কোনটা ট্রেন্ডিং এবার? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Makar Sankranti 2024: আবার বাড়ছে ঘুড়ির চাহিদা! পৌষের নীল আকাশে পাখির মত ভেসে বেড়াচ্ছে রংবেরঙের ঘুড়ি, মুঠোফোন ছেড়ে আবার শীতের দুপুরে গায়ে রোদ মেখে ঘুড়ির সুতোয় ধার দিচ্ছে নতুন প্রজন্ম
রাকেশ মাইতি, হাওড়া : আবার বাড়ছে ঘুড়ির চাহিদা! পৌষের নীল আকাশে পাখির মতো ভেসে বেড়াচ্ছে রংবেরঙের ঘুড়ি। মুঠোফোন ছেড়ে আবার শীতের দুপুরে গায়ে রোদ মেখে ঘুড়ির সুতোয় শান দিচ্ছে নতুন প্রজন্ম। ছেলে বুড়ো মিলেমিশে একাকার এ সময়। পিঠে উৎসবের আগে ঘরে ঘরে চলছে পিঠের তোড়জোড়। সব দিক থেকে গ্রামাঞ্চলে এই তিন দিনের পিঠের উৎসব দারুণ আকর্ষণের।
এই পার্বণে নতুন প্রজন্ম মেতে থাকে ঘুড়ি সুতোয়। একদিকে যেমন পরিবারের মা কাকিমা ঠাকুমা চরম ব্যস্ত থাকেন। ঠিক তেমনই ঘুড়ি নিয়ে ব্যস্ত থাকে কচিকাঁচারাও। এ ছবি দীর্ঘ দিন দশকের পর দশক ধরে চলছে। তবে গত কয়েক বছর নতুন প্রজন্ম ঘুড়ির উৎসব থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছিল। স্মার্টফোন বা অনলাইন গেম আসক্তির কারণে। তবে এবার গেমের আসক্তি কমে চাহিদা বেড়েছে ঘুড়ির সুতোর।
advertisement
advertisement
পুজোর পর থেকেই দোকানে দোকানে যেমন ঘুড়ির সুতোর পসরা সেজেছে। তেমনি সেই ঘুড়ি সুতো কিনতে দারুণ আগ্রহ দেখাচ্ছে নতুন প্রজন্ম। এ প্রসঙ্গে বিক্রেতা জানান, এবার পৌষ পার্বণের অনেক আগে থেকেই দারুণ বিক্রি ঘুড়ি সুতো। এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে পার্বণের। ফলে আরও বাড়বে ঘুড়ির চাহিদা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2024 7:02 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Makar Sankranti 2024: পৌষ পার্বণের নীল আকাশে পাখির মতো উড়বে ঘুড়ি! কোনটা ট্রেন্ডিং এবার? জানুন