Maha Shivratri 2024: এই বিশেষ ফুল নিবেদন করলে প্রসন্ন হবেন মহাদেব, শিবরাত্রির আগে জানুন সে সম্বন্ধে

Last Updated:

Maha Shivratri 2024: আর কিছুদিন বাদেই শিবরাত্রি। পৌরাণিক মতে, এই তিথিতে ভগবান শিব-পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। কথিত আছে, কৈলাসে থাকেন স্বয়ং মহাদেব। 

+
আকন্দ

আকন্দ ফুল দিয়ে করুন শিবের পুজো

সুরজিৎ দে, জলপাইগুড়ি: আর কিছুদিন বাদেই শিবরাত্রি।  প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। দেবাদিদেব মহাদেবকে  তুষ্ট করতে নির্দিষ্ট কয়েকটি ফুল, পাতা দিয়ে পুজো করা হয়। তার মধ্যে অন্যতম আকন্দ ফুল। আকন্দ ফুলের মালা শিবলিঙ্গে দেওয়া হয়। শিবরাত্রির সময় বাজারে আকন্দ ফুলের চাহিদাও থাকে ব্যপক।
কিন্তু জানেন কি? কেন এই আকন্দ ফুল দিয়ে পুজো করা হয় মহাদেবকে
বাড়িতে আকন্দ গাছ লাগালে তা শুভ বলেই গণ্য হয়। আকন্দ ফুল দিয়ে মহাদেবের পুজোর রীতি পুরাকাল থেকে আজও প্রচলিত। বিশ্বাস করা হয় যে ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল ও গাছ এই আকন্দ। সাধারণত বাড়িতেই সাদা আকন্দ ফুলের গাছ লাগানো হয়। শুভ কোনও অনুষ্ঠানে ও শিবের পুজোয় আকন্দ ফুল লাগবেই। কথিত আছে, এই গাছের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে।
advertisement
advertisement
আরও পড়ুন : আসছে মহাশিবরাত্রির পুণ্যতিথি! ভুলেও এই জিনিসগুলি নিবেদন করবেন না দেবাদিদেব মহাদেবকে! সংসারে ঘোর অনর্থ নেমে আসবে
শুধু তাই নয়, শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই। আকন্দ ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার মেনে চললে জীবনে সুখ-সমৃদ্ধি যেমন বয়ে আসে, তেমনি ভাগ্যে অর্থসংকট থেকেও মুক্তি মেলে। শিবলিঙ্গ পুজোয় আকন্দ গাছের ফুল নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন ও ভক্তের উপর তাঁর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Maha Shivratri 2024: এই বিশেষ ফুল নিবেদন করলে প্রসন্ন হবেন মহাদেব, শিবরাত্রির আগে জানুন সে সম্বন্ধে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement