Mahashivratri 2024: আসছে মহাশিবরাত্রির পুণ্যতিথি! ভুলেও এই জিনিসগুলি নিবেদন করবেন না দেবাদিদেব মহাদেবকে! সংসারে ঘোর অনর্থ নেমে আসবে

Last Updated:
Mahashivratri 2024: কথিত, এই পুণ্যতিথিতে বেশ কিছু জিনিস মহাদেবকে নিবেদন করা যায় না। প্রচলিত বিশ্বাস, এই বিশেষ জিনিসগুলি নিবেদন করলে দেবাদিদেব মহাদেব কুপিত হন।
1/9
আগামী ৮ মার্চ পালিত হবে এ বছরের মহাশিবরাত্রি। এই পুণ্যতিথিতে উপবাস পালন করে ভক্তরা দেবাদিদেব মহাদেবের উপাসনা করেন। বেলপাতা, আকন্দফুল, ধুতুরাফুল, চন্দন-সহ নানা উপকরণ এই তিথিতে শিবকে নিবেদন করা হয়।
আগামী ৮ মার্চ পালিত হবে এ বছরের মহাশিবরাত্রি। এই পুণ্যতিথিতে উপবাস পালন করে ভক্তরা দেবাদিদেব মহাদেবের উপাসনা করেন। বেলপাতা, আকন্দফুল, ধুতুরাফুল, চন্দন-সহ নানা উপকরণ এই তিথিতে শিবকে নিবেদন করা হয়।
advertisement
2/9
কথিত, এই পুণ্যতিথিতে বেশ কিছু জিনিস মহাদেবকে নিবেদন করা যায় না। প্রচলিত বিশ্বাস, এই বিশেষ জিনিসগুলি নিবেদন করলে দেবাদিদেব মহাদেহ কুপিত হন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
কথিত, এই পুণ্যতিথিতে বেশ কিছু জিনিস মহাদেবকে নিবেদন করা যায় না। প্রচলিত বিশ্বাস, এই বিশেষ জিনিসগুলি নিবেদন করলে দেবাদিদেব মহাদেহ কুপিত হন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
3/9
শিবরাত্রিতে মহাদেবকে তুলসিপাতা নিবেদন করবেন না।
শিবরাত্রিতে মহাদেবকে তুলসিপাতা নিবেদন করবেন না।
advertisement
4/9
কেয়া এবং চাঁপাফুল কোনওমতেই উৎসর্গ করবেন না মহাদেবকে।
কেয়া এবং চাঁপাফুল কোনওমতেই উৎসর্গ করবেন না মহাদেবকে।
advertisement
5/9
নারকেল দিলেও নারকেলের জল শিবরাত্রিতে নিবেদন করবে না।
নারকেল দিলেও নারকেলের জল শিবরাত্রিতে নিবেদন করবে না।
advertisement
6/9
শুধু শিবরাত্রিই নয়। কোনও তিথিতেই শিবলিঙ্গে জাফরান বা কুমকুম নিবেদন করবেন না।
শুধু শিবরাত্রিই নয়। কোনও তিথিতেই শিবলিঙ্গে জাফরান বা কুমকুম নিবেদন করবেন না।
advertisement
7/9
মহাশিবরাত্রিতে যে বেলপাতা নিবেদন করবেন, দেখে নিন তাতে যেন কোনও খুঁত না থাকে। পোকায় খাওয়া বা ছিঁড়ে যাওয়া বেলপাতা কখনওই নেবেন না।
মহাশিবরাত্রিতে যে বেলপাতা নিবেদন করবেন, দেখে নিন তাতে যেন কোনও খুঁত না থাকে। পোকায় খাওয়া বা ছিঁড়ে যাওয়া বেলপাতা কখনওই নেবেন না।
advertisement
8/9
ব্রোঞ্জপাত্রে কখনওই দুধ বা দই নিবেদন করবেন না দেবাদিদেব মহাদেবকে। সব সময় তামার পাত্রে নিবেদন করুন দুধ, দই এবং ঘি। দেখবেন আপনার নখ যেন অর্ঘ্যস্পর্শ না করে।
ব্রোঞ্জপাত্রে কখনওই দুধ বা দই নিবেদন করবেন না দেবাদিদেব মহাদেবকে। সব সময় তামার পাত্রে নিবেদন করুন দুধ, দই এবং ঘি। দেখবেন আপনার নখ যেন অর্ঘ্যস্পর্শ না করে।
advertisement
9/9
 শিবরাত্রিতে সব সময় অর্ধচন্দ্রাকৃতি পদক্ষেপে প্রদক্ষিণ করুন শিবলিঙ্গ।
শিবরাত্রিতে সব সময় অর্ধচন্দ্রাকৃতি পদক্ষেপে প্রদক্ষিণ করুন শিবলিঙ্গ।
advertisement
advertisement
advertisement