Madhyamik 2025 English Suggestion: মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, রইল গুরুত্বপূর্ণ টিপস

Last Updated:

সঠিক পরিকল্পনায় কাটিয়ে দেবে মাধ্যমিকে ইংরেজির ভয়! রইল সহজ টিপস

+
প্রতিকী

প্রতিকী ছবি

জলপাইগুড়ি: ইংরেজিতে ভয়? আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ভয় কাটাবে এই টিপস। ইংরেজি পরীক্ষার নাম শুনলেই অনেক পড়ুয়ার মনের ভিতর সঞ্চার হয় ভয়ের। এই বুঝি গ্রামারে ভুল হল,ওই সেন্টেন্স ভুল কিংবা ভুল বানান, এই চিন্তায় পরীক্ষার আগেই নাস্তানাবুদ হয় অনেক পরীক্ষার্থী। পরীক্ষার শেষ লগ্নে কিভাবে দূর হবে ইংরেজি বিষয়ের প্রতি ভয় এবং খুব সহজেই পরীক্ষায় ভালনম্বর মিলবে। পরামর্শ দিলেন জলপাইগুড়ি পূর্বাঞ্চল হাই স্কুলের বিশিষ্ট ইংরেজি শিক্ষক প্রসেনজিৎ রায়।
শিক্ষক প্রসেনজিৎ বাবুর কথায়, এই সময় ভালফলাফলের জন্য স্মার্ট প্রস্তুতি নেওয়া জরুরি। বিশেষ করে ইংরেজির মতো বিষয়ের ক্ষেত্রে কৌশলী পড়াশোনা করলে সহজেই ভালনম্বর অর্জন করা সম্ভব। প্রথমেই প্রশ্নের ধরণ বুঝতে হবে। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে, তা বোঝা জরুরি। লেখার চর্চা বাড়াতে হবে। গ্রামার ও রচনামূলক অংশ যেমন পত্র, অনুচ্ছেদ, প্রতিবেদন ইত্যাদি লেখা নিয়মিত চর্চা করুন। সহজবোধ্য সঠিক সেন্টেন্স লিখতে হবে। তা হলে পুরো নম্বরও পাওয়া সম্ভব।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
আনসিন প্যাসেজ থেকে আসা প্রশ্নাবলী ক্ষেত্রে প্রশ্নে চাওয়া উত্তরের শব্দ মনোযোগ সহকারে খুঁজতে হবে আনসিন প্যাসেজে। তা হলেই উত্তর করা যাবে নিমেষে। পরীক্ষার আগে প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করে পড়াশোনা করা উচিত।সংক্ষেপে রিভিশন দিতে হবে বারবার।
advertisement
আরও পড়ুনAbhishek Bachchan Birthday 2025: স্টেট ব্যাঙ্কের কর্মী নন, তবুও প্রতি মাসে অভিষেক বচ্চনকে গুণে গুণে ১৮ লক্ষ টাকা দেয় SBI!
লম্বা সময় ধরে নতুন কিছু পড়ার চেয়ে আগে পড়া টপিকগুলো ঝালিয়ে নিলে ভাল। নিয়মিত অনুশীলন করতে হবে। প্রশ্নোত্তর লিখে অনুশীলন করুন, এতে ভুল কম হবে।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Madhyamik 2025 English Suggestion: মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, রইল গুরুত্বপূর্ণ টিপস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement