Litchi Seeds: লিচুর বীজ খাওয়া শরীরের জন্য উপকারী না চরম ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Litchi Seeds: রূপে ও গুণে অনন্য লিচুর মতো এর বীজও অত্যন্ত উপকারী৷ রয়েছে ক্ষতিকর দিকও
গরমে লিচুর স্বাদে মুগ্ধ হওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না কেউই৷ আমের তুলনায় এই ফল বাজারে খুব বেশিদিন থাকে না৷ কিন্তু জানেন কি রূপে ও গুণে অনন্য লিচুর মতো এর বীজও অত্যন্ত উপকারী৷ লিচুবীজের নির্যাসে যে গুণ আছে, তা আমরা অনেক সময়েই মনে রাখি না৷ জানিয়েছেন অবনী কউল৷ ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদ অবনীর মতে লিচুদানার গুণাবলী জানলে কেউ এগুলিকে ফেলে দেবেন না৷
অ্যান্টিঅক্সিড্যান্ট :
লিচুবীজের নির্যাসে রয়েছে পলিফেনল, ফ্ল্যাভনয়েড, প্রোয়ান্থোসায়নাইডসের মতো অ্যান্টি অক্সিড্যান্ট৷ ফলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে৷ একইসঙ্গে দূরে থাকে মধুমেহ, হৃদরোগ, ক্যানসারের মতো জটিল রোগের আশঙ্কা৷
advertisement
ত্বকের যত্ন :
প্রচুর পরিমাণে পলিফেলন থাকায় লিচুবীজ ত্বকের জন্য খুবই উপকারী৷ টান টান ভাব বজায় রেখে ত্বকের হাইড্রেশন ধরে রাখে লিচুর বীজ৷ ত্বকে বলিরেখা পড়তে দেয় না৷ ত্বকের উজ্জ্বলতা ধরে রেখে বজায় রাখে তারুণ্য৷
advertisement
কোলেস্টেরল নিয়ন্ত্রণ
লিচুবীজের গুণে নিয়ন্ত্রিত থাকে কোলেস্টেরল৷ ফলে দূরে থাকে হৃদরোগের আশঙ্কাও৷
অ্যান্টি ডায়াবেটিক
সাম্প্রতিক গবেষণা বলছে লিচুর বীজে রয়েছে অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য৷ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই ফলের বীজ৷
কীভাবে খাবেন
লিচুবীজের নির্যাস সাপ্লেমেন্ট হিসেবে পাওয়া যায়৷ ক্যাপসুল বা পাউডার ফর্মে কিনতে পারেন৷ তার পর সেটি যোগ করতে পারেন ডায়েটে৷
advertisement
বাড়িতে রোদে শুকিয়ে লিচুবীজের গুঁড়ো করে নিতে পারেন গ্রাইন্ডার বা ব্লেন্ডারে৷ তার পর সেটি মেশাতে পারেন স্মুদি বা ইয়োগার্টে৷ ব্যবহার করতে পারেন সিজনিং হিসেবেও৷
ক্ষতিকর দিক
কিছু সমীক্ষা ও গবেষণায় দাবি, লিচুবীজ মোটেও শরীরের জন্য উপকারী নয়৷ কারণ এতে আছে প্রাকৃতিক টক্সিন৷ তাছাড়া লিচুর বীজে থাকা নির্দিষ্ট কিছু অ্যামাইনো অ্যাসিড রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা৷ হতে পারে ব্রেন ইনফ্লেম্যাশনও৷ তাই বিপদ এড়াতে খেতে হবে কমমাত্রায়৷ এবং অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে৷ কোনও ক্রনিক অসুখ থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াই যাবে না লিচুবীজের গুঁড়ো৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 6:23 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Litchi Seeds: লিচুর বীজ খাওয়া শরীরের জন্য উপকারী না চরম ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞের মত