ঠোঁটে লাগান এই ঘরোয়া উপকরণ! দীপাবলিতে আপনার ঠোঁটের মোহন মায়ায় মুগ্ধ হবেন সকলে
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
LipCare: এখন থেকেই ব্যবহার করতে শুরু করলে দীপাবলিতে মায়াময় হয়ে উঠবে অধরোষ্ঠ, পুষ্ট থাকবে বছরভর।
চোখের ভাষায় যদি অর্ধেক কথা বলা হয়, তবে বাকিটা বলে ঠোঁট। রক্তিম আভা ছড়ানো ঠোঁটের মোহন মায়ায় দুনিয়া কাবু। আর এই অধরোষ্ঠকে যত্নে রাখতে ঘরের এই একটি জিনিসই যথেষ্ট।
শরীরের অন্যত্র বা মুখের ত্বকে যেমন মাঝে মধ্যেই এক্সফোলিয়েশনের প্রয়োজন হয়, ঠিক তেমনই আমাদের ঠোঁটেও ত্বকেও তা প্রয়োজন হয়। কারণ ঠোঁটের ত্বকেও মৃত কোষ জমে থাকে। আর শুধু এই কারণেই আমাদের ঠোঁট শুষ্ক ও প্রাণহীন দেখাতে পারে। এমন পরিস্থিতিতে, ঠোঁট এক্সফোলিয়েট করে নিলেই সমস্যার সমাধান। এতে শুষ্ক ঠোঁট আবার নরম দেখাবে।
advertisement
কিন্তু আমরা অনেক সময়ই ভুল কাজ করে বসি। ছোটবেলায় এমন অভ্যাস অনেকেরই ছিল— দাঁত দিয়ে ঠোঁটের শুকনো চামড়া তুলে ফেলতাম আমরা অনেকে। বিশেষত শীতকালে। আর তেমন কাণ্ড করতে গিয়ে অনেক সময় রক্তও বেরিয়ে যেত। বড় হয়েও অনেকের এই অভ্যাস যায় না। ঠোঁটে ত্বকের মৃত কোষ অনেক সময়ই দাঁত দিয়ে ছাড়ানোর চেষ্টা করেন অনেকে। এতে ঠোঁট থেকে রক্তপাত ও ব্যথা যেমন হতে পারে, তেমনই ঠোঁট আরও কালো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন : মেনোপজ কি চলেই এল, বুঝবেন কোন কোন উপসর্গ দেখে, জানুন ও সতর্ক হোন
তার বদলে বরং ঘরেই বানিয়ে নেওয়া যাক লিপ স্ক্রাব, যা ঠোঁটকে প্রাকৃতিক ভাবে গোলাপি ও সুন্দর করে তুলতে পারে। আর এ বিষয়ে সাহায্য করবে মধু। মধুর সাহায্যে তৈরি ‘লিপ স্ক্রাব’ বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে, যা এখন থেকেই ব্যবহার করতে শুরু করলে দীপাবলিতে মায়াময় হয়ে উঠবে অধরোষ্ঠ, পুষ্ট থাকবে বছরভর।
advertisement
মধু এবং বাদামের স্ক্রাব
এটি এমন একটি স্ক্রাব, যার জন্য মধু এবং চিনির সঙ্গে খানিকটা বাদামের তেল লাগবে।
প্রয়োজনীয় উপাদান—
২ চা চামচ চিনি
আধা চা চামচ মধু
এক চা চামচ বাদাম তেল
কী ভাবে তৈরি করা যাবে—
লিপ স্ক্রাব তৈরি করতে একটি পাত্রে চিনি, মধু এবং বাদাম তেল মিশিয়ে নিতে হবে।
advertisement
এ বার এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে হালকা হাতে ঘষতে হবে। খুব হালকা হাতে।
মনে রাখতে হবে একেবারেই জোরে ঘষা যাবে না। তাতে ঠোঁটের নরম ত্বকে ক্ষতি হবে।
এরপর ওই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।
তারপর ঠোঁট পরিষ্কার করে নিতে হবে।
আরও পড়ুন : সামনেই দীপাবলি, এদিকে দোরগোড়ায় শীত, ঘরোয়া স্ক্রাবে দূর করুন ত্বকের শুষ্কতা
দ্রষ্টব্য- বাড়িতে যদি বাদাম তেল না থাকে তা হলে নারকেল তেল, জলপাই তেল বা জোজোবা তেলও ব্যবহার করা যেতে পারে।
advertisement
মধু এবং চিনি তৈরি দিয়ে লিপ স্ক্রাব
এটি একটি খুব সহজ লিপ স্ক্রাব, যা মাত্র দু’টি উপাদানের সাহায্যেই প্রস্তুত করা যেতে পারে। চিনি একটি কার্যকরী প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট এবং তার সঙ্গে মধুর মিশিয়ে নিলে এটি একটি দুর্দান্ত ময়শ্চারাইজিং লিপ স্ক্রাব তৈরি হয়।
প্রয়োজনীয় উপাদান-
দুই চা চামচ চিনি
advertisement
এক চামচ মধু
ব্যবহারবিধি—
প্রথমে একটি পাত্রে মধু ও চিনি ভাল করে মিশিয়ে নিতে হবে।
এ বার এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে হালকা হাতে মাসাজ করতে হবে।
তারপর মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিতে হবে।
তারপর ঠোঁট পরিষ্কার করে নিতে হবে।
মধু ও নারকেলের স্ক্রাব—
ত্বকের আর্দ্রতা বজায় রাখা খুবই জরুরি। শরীরের অন্য অংশের সঙ্গে ঠোঁটেরও। বরং ঠোঁটের ক্ষেত্রে আর্দ্রতা ধরে রাখা আরও বেশি জরুরি। একটি হাইড্রেটিং লিপ স্ক্রাব বানাতে চাইলে তা-ও বানিয়ে নেওয়া যায় ঘরোয়া উপাদান দিয়েই। মধু ও নারকেল তেলের সাহায্যে ঠোঁট স্ক্রাব বানিয়ে নেওয়া যেতে পারে।
প্রয়োজনীয় উপাদান-
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ নারকেল তেল
১/৩ কাপ কোকোনাট সুগার
১ চা চামচ জলপাই তেল
ব্যবহারবিধি-
প্রথমে একটি পাত্রে মধু, নারকেল তেল এবং নারকেল চিনি মিশিয়ে নিতে হবে। এ বার এতে অলিভ অয়েল মিশিয়ে ভাল করে নেড়েচেড়ে নিতে হবে।
এরপর এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করতে হবে কিছুক্ষণ।
কিছুক্ষণ রেখে তারপর ঠোঁট পরিষ্কার করে ফেলতে। উপরোক্ত যে কোনও স্ক্রাব ঠোঁটের পক্ষে উপকারী। মিশ্রণের অবশিষ্ট অংশ কোনও এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করে, রেফ্রিজারেটরে রাখা যেতে পারে।
মধু প্রাকৃতিক ভাবে ত্বকের উপকার করে। সেই সঙ্গে অন্য ঘরোয়া ও প্রাকৃতিক উপাদানগুলিও ত্বকের উপকার করে। ফলে এ ধরনের লিপ স্ক্রাবগুলি বাড়িতে তৈরি করে প্রাকৃতিক ভাবে নিজের ঠোঁটের যত্ন নেওয়া যেতেই পারে। তবে যে কোনও উপাদান থেকেই ত্বকে সংক্রমণ হতে পারে। তাই ত্বকের ধরন বুঝে উপকরণ বেছে নিন। প্রয়োজনে পরামর্শ নিন চর্মরোগ বিশেষজ্ঞের।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 12:50 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঠোঁটে লাগান এই ঘরোয়া উপকরণ! দীপাবলিতে আপনার ঠোঁটের মোহন মায়ায় মুগ্ধ হবেন সকলে