মেনোপজ কি চলেই এল, বুঝবেন কোন কোন উপসর্গ দেখে, জানুন ও সতর্ক হোন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Menopause : একাধিক শারীরিক উপসর্গ দেখা দেয়৷ প্রিমেনোপজাল বা প্রাক মেনোপজ পর্ব সময় থেকে শুরু করে এই উপসর্গগুলি থেকে যায় পোস্ট মেনোপজ পর্ব, এমনকি, জীবনভর৷
স্বাভাবিক শারীরবৃ্ত্তীয় ঘটনা মেনোপজেই সূচিত হয় ঋতুস্রাব চক্রের পরিসমাপ্তি৷ যদি কোনও মহিলার পর পর ১২ টি ঋতুস্রাব না হয়, তাহলে ধরে নেওয়া হয় তিনি মেনোপজ পর্বে পা রেখেছেন৷ সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে মেনোপজ হয়৷ তবে বয়স, জিনত বৈশিষ্ট্য, শারীরিক অবস্থা ও নিয়মিত যে ওষুধ সেবন করা হয়, তার উপর ভিত্তি করে সূচিত হয় মেনোপজ৷
advertisement
ডিম্বাশয়ে যখন ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়ে যায়, শরীরে ফিমেল সেক্স হরমোনের মাত্রা কমে আসে, তখন বোঝা যায় যে মেনোপজ পর্ব এগিয়ে আসছে৷ কী করে বুঝবেন মেনোপজের সময় এগিয়ে আসছে? সেক্ষেত্রেও কিন্তু একাধিক শারীরিক উপসর্গ দেখা দেয়৷ প্রিমেনোপজাল বা প্রাক মেনোপজ পর্ব সময় থেকে শুরু করে এই উপসর্গগুলি থেকে যায় পোস্ট মেনোপজ পর্ব, এমনকি, জীবনভর৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে মেনোপজ মাত্রই যে এই উপসর্গগুলি দেখা দেবে, তার কোনও মানে নেই৷ সব উপসর্গ সকলের মধ্যে ধরাও পড়ে না৷ তবে কিছু না কিছু সূচক তো থাকেই৷ তাই সতর্ক হোন৷ আমাদের দেশে মহিলাদের স্বাস্থ্যের অন্যান্য দিকের সঙ্গে মেনোপজও উপেক্ষিত৷ অনেক ক্ষেত্রে এই উপসর্গ পরে জটিল আকার ধারন করতে পারে৷ তাই মেনোপজ সংক্রান্ত কোনও উপসর্গ দেখা দিলে বা মেনোপজ শুরু হলে স্ত্রীরোগ