Home Tips: সুপারহিট ফর্মুলা! বাড়ির অত্যন্ত তেল চিটচিটে আলমারি মুহূর্তেই ঝকঝকে তকতকে করে তুলুন

Last Updated:

Home Tips: আলমারি পরিষ্কার করার সব থেকে বড় উপায় লক্ষ্য করা গিয়েছে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: প্রতিটি মানুষই বাড়ির বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য নানান ধরনের কাজ করে থাকেন ৷ বাড়ির বিভিন্ন আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও অনেক সময়েই দায়িত্বর মধ্যে পড়ে ৷ ঘরের ভিতরের যে সমস্ত আসবাবপত্র রাখা হয় তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসবাবটি হল আলমারি ৷
আলমারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত বড় একটি কাজ ৷ তবে দক্ষতার সঙ্গে আলমারি পরিষ্কার করলে অত্যন্ত সুন্দর ভাবে তা ঝলমল করে ৷ লোহার আলমারিতে একটু তৈলাক্ত বা চটচটে ভাব লক্ষ্য করা যায় ৷ এতে একটু একটু করে ধুলো জমতে থাকে এরপরে আলমারির রং কালো হতে শুরু করে ৷ এই অবস্থায় আলমারি পরিষ্কার করাটা অত্যন্ত চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় ৷ এত তৈলাক্ত হয় বলেই সহজে সাফ হয়না ৷ তবে এটি পরিষ্কার করার সময়ে একটি বিষয় মাথায় রাখতে হয় যে যাতে কোনও ভাবে জল না লেগে মরচে ধরে আলমারিতে ৷
advertisement
লোহার আলমারি পরিষ্কার করতে গেলে বাসন ধোওয়ার স্ক্রাবার কিছুটা ভিজিয়ে দিয়ে কিছুটা ডিটারডেন্টের সঙ্গে টুথপেস্ট দিতে হবে ৷ এই মিশ্রণ এবার আলমারিতে হাল্কা হাল্কা করে ঘষতে হবে ৷ বেশি জলের ব্যবহার করলে চলবেনা ৷ পুরো আলমারি পরিষ্কার হয়ে গেলে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে ৷ তারপরেই কয়েক মিনিটের মধ্যেই ঝলমল করবে আলমারি ৷ কাঠের আলমারি পরিষ্কার করতে গেলে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ বাড়িতে প্রস্তুত তরলের সাহায্যেই অতি সহজেই কাঠের আলমারি পরিষ্কার করা যেতে পারে ৷
advertisement
advertisement
আরও পড়ুন:  Rice: ভাত খাওয়ার পরই এত ঘুম পায় কেন? 'ভাত-ঘুমের' পিছনে আসল বৈজ্ঞানিক কারণ শুনলে চমকে যাবেন!
এক বাটি জলে খাবার সোডা, বাসন মাজার তরল সাবান জলের সঙ্গে মিশিয়ে একটি স্ক্রাবার দিয়ে আলমারি পরিষ্কার করতে হবে ৷ তারপরে একটি শুকনো কাপড়ের সাহায্যে ঘষে দিতে হবে তাতেই এক্কেবারে পরিষ্কার হয়ে যাবে কাঠের আলমারি ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home Tips: সুপারহিট ফর্মুলা! বাড়ির অত্যন্ত তেল চিটচিটে আলমারি মুহূর্তেই ঝকঝকে তকতকে করে তুলুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement