খাবার রাখলেই পিঁপড়ে ধরে যাচ্ছে? এই ঘরোয়া টোটকা কাজে লাগবেই

Last Updated:

নরম রুটি চাটুতে সেঁকে নিলে কিছুটা লাভ হয় ঠিকই, কিন্তু রুটিতে পিঁপড়ে ধরলে সেটা খুব সমস্যার হয়ে দাঁড়ায়।

খাবার রাখলেই পিঁপড়ে ধরে যাচ্ছে
খাবার রাখলেই পিঁপড়ে ধরে যাচ্ছে
#কলকাতা: যে মরশুমে বাতাসে আর্দ্রতা বেশি থাকে সেই সময় ঘরের কাজকর্মও অনেক বেড়ে যায়। যেহেতু আর্দ্রতা খাবার অতি দ্রুত নষ্ট করে দেয় সেহেতু সেই দিকে একটু বেশি নজর দিতে হয়। এইরকম ঋতুতে সবচেয়ে বেশি নষ্ট হয় রুটি। অনেকে রাত্রের বেঁচে যাওয়া রুটি ক্যাসারোলে রেখে দেন। তার পরেও পিঁপড়েরা ঠিক সেই রুটির গন্ধ পেয়ে যায় এবং রুটি নষ্ট করে দেয়। আর্দ্রতার কারণে রুটি নরম হয়ে গন্ধও হয়ে যায়। নরম রুটি চাটুতে সেঁকে নিলে কিছুটা লাভ হয় ঠিকই, কিন্তু রুটিতে পিঁপড়ে ধরলে সেটা খুব সমস্যার হয়ে দাঁড়ায়।
মরিচের ব্যবহার
পিঁপড়ের হাত থেকে রুটি রক্ষার জন্য একটি সুতির কাপড়ে রুটি জড়িয়ে ৫ থেকে ৭ দানা কালো মরিচ ওপরে রাখা যেতে পারে। কারণ কালো মরিচের গন্ধে পিঁপড়ে রটির কাছাকাছি আসে না এবং সুতির কাপড় রুটিকে সতেজ রাখে। তাই যখনই কোনও পাত্রের মধ্যে রুটি রাখা হবে, সুতির কাপড়ে মুড়ে রাখতে হবে।
advertisement
advertisement
অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখতে হবে
পিঁপড়েদের হাত থেকে রুটি বাঁচিয়ে রাখতে নিম তেল ব্যবহার করা যেতে পারে। তার জন্য অ্যালুমিনিয়াম ফয়েলে রুটি মুড়ে রেখে তার উপরে নিম তেল বুলিয়ে দিতে হবে। নিম তেলের উগ্র গন্ধ পেলে পিঁপড়ে আর আসবে না। তাছাড়া এতে রুটি বেশ কিছু সময় তাজা থাকে।
advertisement
স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলে হবে না
যদি বাতাসে এমনিতেই আর্দ্রতা বেশি থাকে তাহলে আলাদা করে রুটি স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলে হবে না। এতে রুটি আরও দ্রুত নষ্ট হয়ে যাবে।
দারচিনি গুঁড়ো
রুটি পাত্রে রাখার সময় সেই পাত্রের ঢাকার উপরে একটু দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। দারচিনির গন্ধে পিঁপড়ে আসবে না। তবে এক্ষেত্রেও কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে রুটি।
advertisement
প্রয়োজনীয় টিপস-
রুটি রাখার জন্য সঠিক ক্যাসারোল বা পাত্র ব্যবহার করতে হবে যা এয়ারটাইট হবে।
বাসি রুটি তাজা রুটির সঙ্গে রাখা যাবে না।
পলিথিনে মুড়ে রুটি ফ্রিজে রাখলেও তাজা থাকে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
খাবার রাখলেই পিঁপড়ে ধরে যাচ্ছে? এই ঘরোয়া টোটকা কাজে লাগবেই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement