শীত এলেই বাচ্চারা সর্দি-কাশিতে ভোগে? এই ফলের রস খাওয়ালেই মুশকিল আসান
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
শীত পড়তে না পড়তেই বাচ্চাদের সর্দি-কাশি লেগেই থাকে।
#কলকাতা: শীত পড়তে না পড়তেই বাচ্চাদের সর্দি-কাশি লেগেই থাকে। এর একটা প্রধান কারণ হল বাচ্চাদের সঠিক পুষ্টির অভাব। ও ইমিউনিটির অভাব। তাই শীতকালে বাচ্চাদের ইমিউনিটির জন্য বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই সময় বাচ্চাদের অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেলস ও ভিটামিনের বিশেষ প্রয়োজন। এক্ষেত্রে বাচ্চাদের ইমিউনিটি বাড়ানের জন্য বিভিন্ন ফলের রস দেওয়া যেতে পারে। আসুন জানা যাক, শীতের সময় শিশুদের ইমিউনিটি বাড়াতে পারে এরকম কিছু ফলের রসের নাম-
বেদানার জুস- বেদানার রস খেলে শিশুদের শরীরে রক্তাল্পতা দূর হয়। যার ফলে শিশুদের ইমিউনিটি বাড়ে। তাছাড়া বেদানার জুস খেতেও ভাল তাই শীত কালে বাচ্চাদের এই জুস খাওয়ানো যেতেই পারে।
advertisement
গাজর ও টমেটোর জুস-এই জুস বানানোর জন্য একটা গাজর ও একটা টমেটো নিতে হবে এবং এর জুস বানাতে হবে। এরপর এতে আদাকুচি মিশিয়ে এই জুস খাওয়ালে বাচ্চাদের ইমিউনিটি বাড়ে।
advertisement
গাজর ও বিটের জুস: বিট ও গাজরে আছে ফাইবার ও ভিটামিন সি । নিয়মিত বিট ও গাজরের জুস খাওয়ালে বাচ্চাদের ইমিউনিটি বাড়বে । তাই শরীর সুস্থ রাখতে ও ইমিউনিটি বাড়াতে বাচ্চাদের বিট ও গাজরের জুস খাওয়ানো যেতে পারে।
advertisement
লেবু ও গাজরের জুস- লেবু ও গাজরের জুসে ভিটামিন এ এবং ভিটামিন সি আছে। এই জুস শিশুদের সুস্থ রাখতে অত্যন্ত সাহায্য করে। এই জুস শীতের সময় সর্দি-কাশি নিরাময়ে অত্যন্ত উপকারী। এই তরল রোজ শিশুদের খাওয়ালে শিশুদের খিদেও বাড়বে।
আপেলের জুস- অনেক শিশুই আছে যারা আপেল খেতে ভালবাসে না। সেক্ষেত্রে এদের আপেলের জুস দেওয়া যেতে পারে। এই জুসে আয়রন, ম্যাগনেশিয়াম ও ফাইবার আছে। যা শিশুদের জন্য অত্যন্ত ভাল।তাই শীত এলে বাচ্চাদের আপেলের জুস দেওয়া যেতেই পারে।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2022 1:53 PM IST