Winter Flower Care: বৃষ্টির পর শীতকালীন ফুল গাছের পচন থেকে রক্ষা পাওয়ার উপায় জানুন 

Last Updated:

Winter Flower Care: বৃষ্টির পর এই কয়েকটি পদ্ধতিতেই একটু পরিচর্যার করলেই শীতকালীন ফুল ও সবজি গাছ সতেজ রাখতে পারবেন।

+
বৃষ্টির

বৃষ্টির পর প্রায় ক্ষতিগ্রস্ত ফুলগাছ 

বসিরহাট: শীতের শুরুতেই বাগান প্রেমীরা নানান প্রজাতির শীতকালীন ফুল গাছের রোপন করেছেন। অপেক্ষা আর মাত্র কিছুদিনের। আর পর বাগান আলো করে রঙের ছটায় রঙিন ফুলে ভরে উঠবে বাগান। তার আগেই অকাল বৃষ্টিতে মন খারাপ বাগানীদের। কারণ শীতকালে বৃষ্টির জলে নষ্ট হতে পারে শীতকালীন ফুল ও সবজি গাছ। তবে বৃষ্টির পরেই কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যার সমাধান পাওয়া যেতে পারে।

ফুল গাছের পচন থেকে রক্ষা পাওয়ার উপায়:

advertisement
  • একটানা অকাল বৃষ্টিতে অনেকসময় টবের মাটির উপর জল জমে থাকে। সর্বপ্রথম টবের মাটির উপরে থাকা জল সরিয়ে ফেলুন ও গাছের কোন পাতায় এবং ফুল যদি ভিজে মাটির সঙ্গে থাকে তা তুলে ফেলুন।
  • advertisement
  • বৃষ্টির পর রোদ উঠলে প্রথমেই হালকা করে গাছের মাটি নিড়ানিদিন। খেয়াল রাখবেন যেন কোনওভাবেই গাছের গোড়া ও শিকড়ে আঘাত না লাগে। কারণ শীতের ফুল বা সবজির গাছের কাণ্ড নরম হয়। তাই একটু আঘাতেই তা নষ্ট হয়ে যেতে পারে।
  • এর পরপরই বিকালের পর সব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সাধারণত ১ লিটার জলে এক থেকে দুই চামচ ফাঙ্গিসাইড গুলে গাছের পাতায় স্প্রে করে দিন। প্রথম দিন ফাঙ্গিসাইড স্প্রে করার চার থেকে পাঁচ দিন পর আবার একদিন ফাঙ্গিসাইড স্প্রে করবেন।
  • advertisement
  • বৃষ্টির পর টবের মাটি পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত কোনোভাবেই জল দেবেন না। টবের ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক না থাকলে অনেক সময় দেখা যায়, মাটির উপরের স্তর শুকিয়ে গেলেও, ভিতরে ভেজা থাকে।
  • আরও খবর পড়তে ফলো করুন
    বৃষ্টির পর এই কয়েকটি পদ্ধতিতেই একটু পরিচর্যার করলেই শীতকালীন ফুল ও সবজি গাছ সতেজ রাখতে পারবেন। আর কয়েকদিনের মধ্যেই ছাদবাগান ভরে উঠবে নান রঙের ফুলে।
    advertisement
    জুলফিকার মোল্যা
    বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
    Winter Flower Care: বৃষ্টির পর শীতকালীন ফুল গাছের পচন থেকে রক্ষা পাওয়ার উপায় জানুন 
    Next Article
    advertisement
    Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
    নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
    • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

    • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

    • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

    VIEW MORE
    advertisement
    advertisement