Birbhum News: শীতের ছুটিতে দু দিন ঘুরে আসুন লাল মাটির দেশ থেকে... কোপাই তীর কিংবা সোনাঝুরি কিছুক্ষণ কাটিয়ে আসুন
- Reported by:Souvik Roy
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
এক নজরে জেনে নিন বীরভূমে কোন কোন জায়গা হয়ে উঠতে পারে আপনাদের কর্মব্যস্তময় জীবন থেকে দূরে সরিয়ে দিন কয়েকের আদর্শ ট্রাভেল ডেস্টিনেশন।
বীরভূম,সৌভিক রায়: বীরভূম লাল মাটির দেশ। খনিজ, কয়লায় ঠাসা। ন্তিনিকেতন, পৌষ মেলা, বসন্ত উৎসব, কোপাই-খোয়াই থেকে জমিদারবাড়ি,রাজবাড়ি গভীর অভয়ারণ্য,তার সঙ্গে মামা ভাগ্নে পাহাড়। চোখ জোড়ানো দৃশ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জেলা আপনাকে পদে পদে কাছে ডেকে নেবে। আপনি না চাইলেও আপনাকে ছুটে আসতে হবে এই লাল মাটির জেলায়।
তাহলে চলুন এক নজরে জেনে নিন বীরভূমে কোন কোন জায়গা হয়ে উঠতে পারে আপনাদের কর্মব্যস্তময় জীবন থেকে দূরে সরিয়ে দিন কয়েকের আদর্শ ট্রাভেল ডেস্টিনেশন।
হেতমপুর জমিদারবাড়ি: বীরভূমে যদি জমিদারবাড়ি নাম নেওয়া যায় তাহলে সবার আগে আসবে এই হেতমপুর জমিদারবাড়ি। আসলে এটি জমিদারবাড়ি হলেও স্থানীয় লোকেরা একে রাজবাড়ি বলেই ডাকে। বীরভূম জেলার দুবরাজপুর শহরের কাছে অবস্থিত। মামা ভাগ্নে পাহাড় গেলে আপনি পাহাড় দেখে এখন থেকে ঘুরে যেতে পারেন। এর পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন, সোনাঝুরি হাট বা খোয়াই হাট, কোপাই নদী।
advertisement
advertisement
সুরুল জমিদারবাড়ি: ঐতিহাসিক দিক থেকে খুবই প্রাচীন জেলা বীরভূম। প্রাচীনকাল থেকেই এই জেলায় বহু জমিদারির পত্তন হয়েছিল, তারমধ্যে একটি হল এই সুরুল জমিদারবাড়ি। বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদারবাড়ি।
বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য: এই বন্যপ্রাণী অভয়ারণ্য বোলপুরের কাছে অবস্থিত একটি সুন্দর এলাকা। এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সৃজনী শিল্পগ্রাম: সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতনের বীরভূমে অবস্থিত ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের একটি ছোট গ্রাম্য পর্যটন স্পট। কমপ্লেক্সটি ২৬ বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং কুঁড়েঘরের মতো আকৃতির নয়টি জাদুঘর অন্তর্ভুক্ত।
advertisement
অমর কুটির ইকো ট্যুরিজম পার্ক : বীরভূমের পরিবার-বান্ধব গন্তব্যগুলির মধ্যে একটি, অমর কুটির একটি মনোরম এবং শান্ত পরিবেশ সহ একটি দারুন ইকো-পার্ক। কোপাই নদীর তীরে অবস্থিত, পরিচ্ছন্ন ও সু-পরিচালিত পার্কটি প্রচুর সবুজ বনে ঘেরা।
কীভাবে যাবেন: কলকাতা থেকে বীরভূমের দূরত্ব প্রায় ১৮৯ কিলোমিটার এর কাছাকাছি। শিয়ালদহ কিংবা হাওয়া থেকে বোলপুর কিংবা রামপুহাটে যাওয়ার ট্রেন পাওয়া যাবে। অন্যদিকে,বর্ধমানের নবাবহাট হয়ে জাতীয় সড়ক ধরে বর্ধমান ও অজয় নদ পেরিয়ে গাড়িতেও পৌঁছে যেতে পারবেন বীরভূমে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 2:44 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum News: শীতের ছুটিতে দু দিন ঘুরে আসুন লাল মাটির দেশ থেকে... কোপাই তীর কিংবা সোনাঝুরি কিছুক্ষণ কাটিয়ে আসুন










