Red Forest Ants: ৭০০ টাকা কেজি! জ্বর-সর্দি-কাশির মোক্ষম দাওয়াই! 'এই' পিঁপড়ের ঝাল-চাটনি জঙ্গলমহলবাসীর খুব প্রিয়

Last Updated:

Red Forest Ants: জঙ্গলমহলের শাল জঙ্গলের মাঝেই মিলবে লাল কুরকুটের স্বাদ। মাত্র ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে 'কুরকূট'। কি এই কুরকুট জানেন? এর ব্যবহার শুনলে চমকে যাবেন

+
কুরকুট 

কুরকুট 

জঙ্গলমহল,- বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: দীর্ঘদিন পর আবারও জঙ্গলমহলের বিভিন্ন হাটে বাজারে আমদানি হয়েছে। জঙ্গলমহলের শাল জঙ্গলের মাঝেই মিলবে লাল কুরকুটের স্বাদ। মাত্র ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ‘কুরকূট’। কি এই কুরকুট জানেন? এর ব্যবহার শুনলে চমকে যাবেন। এটি এক ধরনের বুনো পিঁপড়ে। অসম্ভব পুষ্টি উপাদান লুকিয়ে রয়েছে এর মধ্যে। এছাড়াও মৎস্যজীবীরা এই পিঁপড়ে কিনে নিয়ে যান। ব্যবহার হয় মাছের চারা হিসেবে।
গত কয়েক বছর আগে এর প্রচার বা জনপ্রিয়তা তেমন ছিল না। কুরকুট আসলে বুনো পিঁপড়ে যারা গভীর শাল জঙ্গলে থাকে। মুখের লালা দিয়ে পাতাগুলোকে পুটুলি করে বাসা বাঁধে। আগে গ্রামে গ্রামে আম জাম কাঁঠাল গাছে পাওয়া যেত। রাসায়নিকের কারণে এই পিঁপড়ে আর গ্রামাঞ্চলে দেখা যায় না সচরাচর। জঙ্গলমহলের মানুষের কাছে এই পিঁপড়ের ঝোল বা পিঁপড়ের চাটনি খুব উপদেয় খাদ্য। অনেকের মতে জ্বর- জালা, সর্দি কাশি প্রতিহত করতে এই পিঁপড়ের ঝোলের জুড়ি মেলা ভার। এছাড়া অরুচি কাটাতে পিঁপড়ের ঝোল অতুলনীয়। করোনা মহামারীর সময়ে এই পিঁপড়ে একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল।
advertisement
আরও পড়ুন: বিশ্ব মৃত্তিকা দিবসে বাঁকুড়ার এই মাটির কথা না জানলে ভুল হবে! লাল মাটির ম্যাজিক্যাল গুণ জেনে নিন
উল্লেখ্য, পিঁপড়ের ডিম নয়, পিঁপড়ে গুলো খাওয়া হয় উপদেয় খাদ্য হিসেবে। যার দাম সর্বনিম্ন ২০০ টাকা থেকে ৭০০ টাকা কেজি। বাঁকুড়া জেলার জঙ্গলমহলের প্রত্যেকটি হাটে এবং পার্শ্ববর্তী জেলা ঝাড়গ্রামের প্রত্যেকটি হাটে এই পিঁপড়ে বিক্রি হয়। পিঁপড়ের সবথেকে বড় অন্যতম বাজার হল বাঁকুড়ার খাতড়া এবং সারেঙ্গা।
advertisement
advertisement
আরও পড়ুন: শাড়ি পরা কোচ, টিম খেলছে গোয়া, চণ্ডীগড়, ভূপালে! বাঁকুড়ার ফুটবলের অনবদ্য নাম গৃহবধূ ‘ভারতী’
আঞ্চলিক ভাষায় এই লাল পিঁপড়ের নাম ‘কুরকূট’। মকর পরবের সময় পিঁপড়ে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়। আবার বর্ষাকালে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়। এই সময় মৎস্যজীবীরা মাছের চার হিসাবে পিঁপড়ে কিনে নিয়ে যান। উপস্থিত অনেকেই জানালেন, টক স্বাদের পিঁপড়ের ঝোল এবং পিঁপড়ের চাটনি খুবই মুখরোচক। শীতের শুরুতে যেহেতু অনেকেই সর্দি জ্বরে ভুগছেন তাই এই পিঁপড়ের চাহিদা যথেষ্ট।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Red Forest Ants: ৭০০ টাকা কেজি! জ্বর-সর্দি-কাশির মোক্ষম দাওয়াই! 'এই' পিঁপড়ের ঝাল-চাটনি জঙ্গলমহলবাসীর খুব প্রিয়
Next Article
advertisement
অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়িতে ধাক্কা ভলভো বাসের! বিরাট দুর্ঘটনার মুখে সবার প্রিয় ‘একেন বাবু’! 
বিরাট দুর্ঘটনার মুখে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী! 'একেন বাবু'র গাড়িতে ধাক্কা ভলভো বাসের!
  • জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী দক্ষিণ কলকাতায় ভলভো বাস দুর্ঘটনার শিকার হন.

  • অনির্বাণের শারীরিক অবস্থার বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি.

  • একেন বাবু চরিত্রে অনির্বাণের অভিনয় বাংলা কনটেন্টে নতুন মাত্রা এনেছে.

VIEW MORE
advertisement
advertisement