Korean Food in Bengal: পকেট ফ্রেন্ডলি বিদেশি খাবার! কোরিয়ার রামেন বা জাপানিজ স্যুপ, সব পাবেন বাঁকুড়ার রাস্তায়!

Last Updated:

এ যেন স্ট্রিট ফুডের নবজাগরণ। মাত্র ৪০ টাকা থেকে পাওয়া খাবার। রয়েছে আগুনে ঝড় তোলা মোমো থেকে রামেন, যে একবার খেয়েছে, বার বার ফিরে আসতে বাধ্য। 

+
বাও 

বাও 

বাঁকুড়া: বাঁকুড়ায় পাওয়া যাচ্ছে কোরিয়ান খাবার! পাওয়া যাচ্ছে জাপানিজ স্ট্রিট ফুড। বাঁকুড়ায় পাওয়া যাচ্ছে জাপানিজ রামেন, কোরিয়ান বাও এবং আরও কত কিছু। বাঁকুড়ার কলেজ মোড়, রাত হলেই এক অন্য জায়গা, একটা ফুড কার্ট! পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার যার নামই শোনেনি অনেকে। বাঁকুড়ার ছেলে সুশীল পাত্র, করছেন দুর্দান্ত ফুড কার্ট বিসনেস।
রঙিন একটা ফুড কার্ট। হাতে প্রস্থেটিক এবং মুখে গ্লাভস পরে তৈরি হচ্ছে খাবার গুলো। দেখলে জিভ দিয়ে পড়বে জল। একসময় অস্ট্রেলিয়াতে মোমো বানানোর জন্য ডাক পেয়েছিলেন কিন্তু সেই ছেলেই এখন বিদেশি খাবার তৈরি হচ্ছে বাঁকুড়ায়। কড়াইতে আগুনের ঝড় তুলে তৈরি হচ্ছে স্পেশাল সব খাবার। এ যেন স্ট্রিট ফুডের নবজাগরণ। মাত্র ৪০ টাকা থেকে পাওয়া খাবার। রয়েছে আগুনে ঝড় তোলা মোমো থেকে রামেন, যে একবার খেয়েছে, বার বার ফিরে আসতে বাধ্য।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
বাঁকুড়া শহরের বুকে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের মাঠের উল্টোদিকে সন্ধ্যা হতেই যেন মানুষের ঢল নামে। প্রায় দশ ধরনের বিভিন্ন স্বাদের এবং গন্ধের খাবার তৈরি হয়। কোনোটাতে আছে জিভে জল আনা গ্রেভি আবার কোনোটা একেবারে ফ্রেসলি স্টিম করা। যথাযথ দাম এবং অতুলনীয় স্বাদের টানে বাঁকুড়ার স্ট্রিট ফুড আইকন। একেবারে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে বিভিন্ন চাইনিজ, জাপানিজ এবং কোরিয়ান আইটেম এবং মোমো বিক্রি করছে।
advertisement
বাঁকুড়া শহরে ভালো স্ট্রিট ফুডের অভাব ছিল অনেক দিনের। সেই অভাব একেবারে সিঙ্গেল হ্যান্ডেডলি পূরণ করছে সুশীল পাত্র। সুশীলের এই ট্রাকের স্টলটাতে শুরু হয়েছে সব রকমের খাবারের নব বিপ্লব। বাবা মারা গিয়েছিলেন বলে, অস্ট্রেলিয়া যাওয়া হয়নি সুশিলের, কিন্তু নতুন নতুন খাবার বানাতে জানত সে। যে মোমো তৈরি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়াতে সেই মোমো এবং স্ট্রিট ফুড এখন তৈরি হচ্ছে খোদ বাঁকুড়ায়। তাও আবার যথাযথ মূল্যে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী 
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Korean Food in Bengal: পকেট ফ্রেন্ডলি বিদেশি খাবার! কোরিয়ার রামেন বা জাপানিজ স্যুপ, সব পাবেন বাঁকুড়ার রাস্তায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement