Winter Special Menu: শীতের আমেজ গায়ে মেখে চেখে দেখুন শহরের বিভিন্ন ক্যাফের উইন্টার স্পেশ্যাল মেনু, রইল হদিশ

Last Updated:

ডিসেম্বর ২০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত পাবেন এই বিশেষ পদগুলো৷

News18
News18
কলকাতা: বড়দিন বড় মজা! শহরজুড়ে উৎসবের আমেজ৷ নতুন বছ ২০২৫-কে স্বাগত জানাতে তৈরি হচ্ছে সকলে৷ চারিদিকে ঝলমল আলো সঙ্গে খুশির মেজাজ৷ এর মধ্যে অবশ্যই থাকছে নতুন চমকদার একাধিক খাওয়ার পদ৷ তৈরি শহরের একাধিক ক্যাফে৷ যেখানে থাকছে জিভে জল আনা সব মেনু, একেবারে পকেটে টান না দিয়েই৷
বেকড লেমন চিকেন উইঙ্গস
বেকড লেমন চিকেন উইঙ্গস
advertisement
ভাপা ভেটকি বাও
ভাপা ভেটকি বাও
শহরের বুকে রয়েছে ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাব৷ তারা নিয়ে এসেছে তাঁদের স্পেশ্যাল উইন্টার মেনু৷ বড়দিন এবং নতুন বছর উপলক্ষ্যে থাকছে এই বিশেষ ডিশগুলো৷ কী কী থাকছে তাতে?
advertisement
বেকড লেমন চিকেন উইঙ্গস, ভাপা ভেটকি বাও, গাজর হালুয়া পাটিসাপটা৷ এর সঙ্গে রয়েছে বিভিন্ন ককটেল৷ অর্থাৎ খাবারের সঙ্গে গলা না ভেজালে তো হবে না৷ তাই রয়েছে তার ব্যবস্থাও৷ থাকছে ক্রিমসন ওয়াইন, নাটি রাম, জয়নগর মোয়া ওল্ড ফ্যাশনড হুইস্কি৷
জয়নগর মোয়া ওল্ড ফ্যাশনড হুইস্কি
advertisement
জয়নগর মোয়া ওল্ড ফ্যাশনড হুইস্কি
তবে এই বিশেষ বিশেষ পদ পাবেন ২০ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত৷ দাম? প্রতি ২ জনে ২০০০টাকা৷
এরই সঙ্গে আরও একটি ক্যাফের হদিস দিয়ে দেওয়া যাক আপনাদের৷ ট্রাফিক গ্যাস্ট্রোপাব, তাদেরও ক্রিসমাস ও নিউ ইয়ার উইন্টার স্পেশ্যাল মেনু৷ কী কী থাকছে মেনুতে?
চিজ হার্ব রোল
advertisement
চিজ হার্ব রোল
সাইট্রাস চিকেন উইঙ্গস
সাইট্রাস চিকেন উইঙ্গস
কর্ন নাগেট, চিজ হার্ব রোল, স্টিম বান, ব্যাঙ ব্যাঙ উইঙ্গস, পার্মিসন গার্লিক চিকেন স্কুয়র, থাই ফিশ টিক্কা৷
পার্মিসন গার্লিক চিকেন স্কুয়র
advertisement
পার্মিসন গার্লিক চিকেন স্কুয়র
এখানেও ডিসেম্বর ২০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত পাবেন এই বিশেষ পদগুলো৷ দাম ২জনের ২০০০টাকা৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Special Menu: শীতের আমেজ গায়ে মেখে চেখে দেখুন শহরের বিভিন্ন ক্যাফের উইন্টার স্পেশ্যাল মেনু, রইল হদিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement