Pimple and Acne: ব্রণ কমানোর মহৌষধ এই উপাদান! চট জলদি গ্লো আনতেও অতুলনীয়, জেনে নিন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
নিমেষে ব্রণ তাড়াবে রান্নাঘরের এই উপাদান! চট জলদি গ্লো আনতেও অতুলনীয়, জেনে নিন
মেদ ঝরানোর জন্য রোজকার খাদ্য তালিকায় ওটস অনেকেই রাখেন। তবে ত্বকের যত্নেও অত্যন্ত উপকারী ওটস। হেল্থ শটসের মতে, ত্বকে গ্লো আনতে এর কোনও বিকল্প হয় না।
ওটস ত্বকে ব্যবহার করলে শুধু গ্লো বাড়ে না বরং মুখের দাগও দূর হয়। কিছু দিনের মধ্যেই ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। ব্রণ তাড়াতেও অত্যন্ত উপকারী এই উপাদান। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ত্বকে এই বিশেষ উপাদান ব্যবহার করবেন-
একটি পাত্রে চার টেবিল চামচ ওটস বের করে তাতে হালকা গরম জল দিয়ে এতে ওটস কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এর পর চামচ দিয়ে ম্যাশ করুন। এবার এই পেস্টটি মুখে লাগান। ১৫ মিনিট পর স্ক্রাব করার সময় জল দিয়ে মুখ ধুয়ে নিন।
advertisement
advertisement
শুষ্ক ত্বকের অনেক যত্ন নিতে হয়। ত্বকের শুষ্কতা দূর করতে একটি পাত্রে পাঁচ চামচ ওটসের সঙ্গে মধু মিশিয়ে নিতে হবে। তারপর এই পেস্ট মুখে লাগাতে হবে। এর পরে, এটি মুখে ২০ মিনিটের জন্য রেখে দিয়ে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই ফেসপ্যাক ব্যবহারের পরেই ত্বকের বদল দেখতে পাওয়া যাবে।
advertisement
ওটস এবং দুধের ফেসপ্যাক শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। এজন্য প্রথমে একটি পাত্রে কিছু ওটস বের করে তাতে গরম দুধ নিতে হবে। দুধের পরিমাণ এমন রাখতে হবে যাতে ওটস সহজেই ভিজে যায়।
ওটস নরম হয়ে গেলে ম্যাশ করে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর এই প্যাকটি মুখে লাগাতে হবে। প্যাক শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে মুখ একদম ফ্রেশ থাকবে। ওটস এবং দইয়ের ফেসপ্যাক শুধুমাত্র ত্বকেরই উন্নতি করবে না বরং ময়লাও দূর করবে।
advertisement
মুখের ব্রণ ও দাগ দূর করতে ওটস ব্যবহার করা যেতেই পারে। এর জন্য প্রথমে ওটসের সঙ্গে লেবুর রস মিশিয়ে তাতে ডিমের সাদা অংশ ম্যাশ করতে হবে। এতে সামান্য গরম জল দিতে হবে যাতে পেস্টটি একটু নরম হয়ে যায়। এরপর এই পেস্টটি মুখে লাগাতে হবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 5:01 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pimple and Acne: ব্রণ কমানোর মহৌষধ এই উপাদান! চট জলদি গ্লো আনতেও অতুলনীয়, জেনে নিন