Rakhi 2022: নিছক উপহার নয়, ভাইয়ের তা কাজেও আসুক! লিস্ট মিলিয়ে ঢুঁ দিন বরং দোকানে

Last Updated:

Rakhi 2022: এমন উপহারে ভাইয়ের মুখে হাসি ফুটবে তো বটেই কাজেও লাগবে অনেক।

রাখির উপহার হোক অন্যরকম
রাখির উপহার হোক অন্যরকম
রাত পোহালেই রাখি বন্ধন। ভাই-বোনের সম্পর্ককে একসুতোয় গাঁথার উৎসব। সকালে স্নান সেরে মঙ্গলকামনা করে ভাইয়ের কবজিতে রাখি বেঁধে দেবে বোন। সঙ্গে চলবে মিষ্টিমুখ। কিন্তু উৎসব হবে আর উপহার দেওয়া হবে না, তা কি হয়! বিশেষ করে রাখি বন্ধনে উপহার দেওয়ার চল বহু পুরনো। কিন্তু প্রতি বছর নতুন নতুন কী উপহার দেওয়া যায় সেই নিয়ে ভাবতে ভাবতে হিমশিম অবস্থা হয় সব বোনেদেরই। চিন্তা নেই, ভাইয়ের জন্য বিশেষ উপহারের আইডিয়া দেওয়া হল এখানে। এমন উপহারে ভাইয়ের মুখে হাসি ফুটবে তো বটেই কাজেও লাগবে অনেক।
স্নিকার্স: স্নিকার্স এখন পুরুষদের ফ্যাশনে ইন। দিন দিন এর চাহিদা বাড়ছে। এটা কেতাদুরস্ত তো বটেই, সব ধরণের পোশাকের সঙ্গেই স্নিকার্স মানিয়ে যায়। তাই রাখিকে বিশেষ করে তুলতে ভাইকে একজোড়া স্নিকার্স উপহার দেওয়ার কথা ভাবা যেতেই পারে।
ঘড়ি: কথায় আছে, ঘড়ি হল পুরুষদের অলঙ্কার। তাছাড়া যে কোনও পোশাকের সঙ্গেই ঘড়ি না হলে ঠিক মানায় না। ভাই যদি ফিটনেস সচেতন হয় তাহলে স্পোর্টস ঘড়িও দেওয়া যেতে পারে। ইদানীং স্মার্টওয়াচও ব্যাপক জনপ্রিয়। রাখির দিন ভাইয়ের হাতে এমন একটা ঘড়ি তুলে দিলে ব্যাপারটা জাস্ট জমে যাবে।
advertisement
advertisement
কুর্তা বা যে কোনও ঐতিহ্যবাহী পোশাক: উপহার হিসেবে পোশাকের কদর চিরকালীন। রাখীর মতো উৎসবও এর বাইরে নয়। তাই ভাইকে কুর্তা কিংবা ভারতীয় পরম্পরার সঙ্গে মানানসই এমন যে কোনও পোশাক উপহার হিসেবে দেওয়া যায়।
সানগ্লাস: সাজগোজের জন্য ছেলেদের হাতে বড় একটা কিছু থাকে না। এখানেই কাজে আসতে পারে একটা কেতাদুরস্ত সানগ্লাস। ভাইয়ের স্টাইল স্টেটমেন্ট তো জমে যাবেই, কাজেও আসবে এই গ্রীষ্মপ্রধান দেশে। বাজেট থেকে দামি- যেমন খুশি বেছে নিলেই হল।
advertisement
কাস্টমাইজড উপহার: এই বিশেষ দিনে ভাইকে কাস্টমাইজড গিফট দেওয়া যায়, যাতে দিদি বা বোনের বিশেষ স্পর্শ থাকবে। এটা ভাই-বোনের বন্ধনকে আরও দৃঢ় করে। কারণ উপহারটা বিশেষভাবে তার জন্যই তৈরি করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rakhi 2022: নিছক উপহার নয়, ভাইয়ের তা কাজেও আসুক! লিস্ট মিলিয়ে ঢুঁ দিন বরং দোকানে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement