Kitchen Hacks: মাছের তেল ভাজলেই তেতো হচ্ছে? মাত্র ২ উপায়েই মুশকিল আসান

Last Updated:

Kitchen Hacks: মাছ বাঙালির অন‍্যতম প্রিয় খাবার। আর মাছের সঙ্গে যদি হয় তেল তাহলে তো কথাই নেই। তবে, অনেক সময় সাধারণের চেয়ে অতিরিক্ত তেতো ভাব থাকায় মাছের তেল খাওয়া যায় না।

মাছের তেলের অতিরিক্ত তেতো ভাব কাটানোর উপায়
মাছের তেলের অতিরিক্ত তেতো ভাব কাটানোর উপায়
কলকাতাঃ মাছ বাঙালির অন‍্যতম প্রিয় খাবার। আর মাছের সঙ্গে যদি হয় তেল তাহলে তো কথাই নেই। তবে, অনেক সময় সাধারণের চেয়ে অতিরিক্ত তেতো ভাব থাকায় মাছের তেল খাওয়া যায় না। তাহলে করনীয় কী? মাছের তেলের অতিরিক্ত তেতো ভাব কাটানো যেতে পারে খুবই সহজে। জেনে রাখুন তার জন্য কী কী করতে হবে
মাছের তেলের অতিরিক্ত তেতো ভাব কাটানোঃ
প্রথম উপায়ঃ
advertisement
মাছের তেলের অতিরিক্ত তেতো ভাব কাটাতে চাইলে এই উপায়টা ব‍্যবহার করতে পারেন। একটা বাটিতে মাছের তেল ভাল করে ধুয়ে পরিষ্কার করে রাখুন। তারপর এতে সামান্য হলুদ আর নুন মাখিয়ে ঢেকে রেখে দিন। ১০ থেকে ১৫ মিনিট এভাবে রাখতে হবে।
advertisement
পনেরো মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে দেখবেন অনেকটা জল বের হয়েছে তেল থেকে। এই জলটা ফেলে দিন। এতে করে তেলের তেতো ভাবে অনেকটা কেটে যাবে। এবার আরেকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন তেল রান্নার আগে।
দ্বিতীয় উপায়ঃ
সামান্য ভিনেগার বা লেবুর রস মাছের তেলে মাখিয়ে ঢেকে রাখুন ২০ মিনিট। তারপর তেল থেকে জল চিপে ফেলে ধুয়ে নিন পরিষ্কার জল দিয়ে। এবার এতে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভাজুন দেখবেন একটুও তেতো ভাব থাকবে না।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kitchen Hacks: মাছের তেল ভাজলেই তেতো হচ্ছে? মাত্র ২ উপায়েই মুশকিল আসান
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement