মাত্র চার দিন কিশমিশের জল খান, লাভ পাবেনই

Last Updated:

কিশমিশ খেতে তো সবারই ভাল লাগে ৷ কিন্তু এই কিশমিশ কত উপকারি জানেন ?

#কলকাতা:  কিশমিশ খেতে তো সবারই ভাল লাগে ৷ কিন্তু এই কিশমিশ কত উপকারি জানেন ? কিশমিশ শুধু শুধু খান ৷ আরও ভাল হয় জলে কিশমিশ ভিজিয়ে খান ৷ আপনার শরীরের জন্য তা দারুণ ৷ আর মজার ব্যাপার হল খুব বেশিদিনও আপনাকে খেতে হবে না ৷ মাত্র চার দিন ৷ সকালে উঠে খালি পেটে কিশমিশ ভেজানো জলটা খান ৷ ব্যস, আপনার পেট একেবারে সাফ হয়ে যাবে ৷ অনেক বেশি সুস্থ বোধ করবেন ৷
পেটের গণ্ডগোল, লিভারে সমস্যা এখন ঘরে ঘরে ৷ তাই ওষুধ খাওয়ার বদলে ঘরোয়া উপায়েই এই সমস্যার সমাধান সম্ভব ৷ পেটের সমস্যা ছাড়াও রক্তস্বল্পতায় যারা ভুগছেন, তাঁদের জন্যও যথেষ্ট উপকারি এই কিশমিশ ৷ এতে রয়েছে নানা ধরনের ভিটামিন এবং মিনারেল ৷ তাই যাদের শুধু শুধু কিশমিশ খেতে ভাল লাগে না ৷ তাঁরা অবশ্যই কিশমিশের জল খান ৷ ক্ষতিকারক পদার্থ পেটে জমলে তা দূর হওয়ার পাশাপাশি হজমশক্তিও বাড়ে কিশমিশের জল খেলে ৷
advertisement
কিশমিশের জল বানানো খুব সহজ ৷ ২ কাপ জলে ১৫০ গ্রাম কিশমিশ লাগবে ৷ খুব চকচকে কিশমিশ কিনবেন না ৷ এছাড়া খুব শক্ত বা খুব নরম কিশমিশ নেবেন না ৷ একটি পাত্রে দু’কাপ জল নিয়ে তার মধ্যে কিশমিশ ভিজিয়ে রাখুন ৷ সকালে কিশমিশ ছেকে নিয়ে সেই জলটা উষ্ণ গরম করে খালি পেটে খেয়ে নিন ৷ এই জল খাওয়ার পর আধঘণ্টা কিছু খাবেন না ৷ অন্তত চার দিন খান ৷ ফল পাবেনই ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাত্র চার দিন কিশমিশের জল খান, লাভ পাবেনই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement