মাত্র চার দিন কিশমিশের জল খান, লাভ পাবেনই

Last Updated:

কিশমিশ খেতে তো সবারই ভাল লাগে ৷ কিন্তু এই কিশমিশ কত উপকারি জানেন ?

#কলকাতা:  কিশমিশ খেতে তো সবারই ভাল লাগে ৷ কিন্তু এই কিশমিশ কত উপকারি জানেন ? কিশমিশ শুধু শুধু খান ৷ আরও ভাল হয় জলে কিশমিশ ভিজিয়ে খান ৷ আপনার শরীরের জন্য তা দারুণ ৷ আর মজার ব্যাপার হল খুব বেশিদিনও আপনাকে খেতে হবে না ৷ মাত্র চার দিন ৷ সকালে উঠে খালি পেটে কিশমিশ ভেজানো জলটা খান ৷ ব্যস, আপনার পেট একেবারে সাফ হয়ে যাবে ৷ অনেক বেশি সুস্থ বোধ করবেন ৷
পেটের গণ্ডগোল, লিভারে সমস্যা এখন ঘরে ঘরে ৷ তাই ওষুধ খাওয়ার বদলে ঘরোয়া উপায়েই এই সমস্যার সমাধান সম্ভব ৷ পেটের সমস্যা ছাড়াও রক্তস্বল্পতায় যারা ভুগছেন, তাঁদের জন্যও যথেষ্ট উপকারি এই কিশমিশ ৷ এতে রয়েছে নানা ধরনের ভিটামিন এবং মিনারেল ৷ তাই যাদের শুধু শুধু কিশমিশ খেতে ভাল লাগে না ৷ তাঁরা অবশ্যই কিশমিশের জল খান ৷ ক্ষতিকারক পদার্থ পেটে জমলে তা দূর হওয়ার পাশাপাশি হজমশক্তিও বাড়ে কিশমিশের জল খেলে ৷
advertisement
কিশমিশের জল বানানো খুব সহজ ৷ ২ কাপ জলে ১৫০ গ্রাম কিশমিশ লাগবে ৷ খুব চকচকে কিশমিশ কিনবেন না ৷ এছাড়া খুব শক্ত বা খুব নরম কিশমিশ নেবেন না ৷ একটি পাত্রে দু’কাপ জল নিয়ে তার মধ্যে কিশমিশ ভিজিয়ে রাখুন ৷ সকালে কিশমিশ ছেকে নিয়ে সেই জলটা উষ্ণ গরম করে খালি পেটে খেয়ে নিন ৷ এই জল খাওয়ার পর আধঘণ্টা কিছু খাবেন না ৷ অন্তত চার দিন খান ৷ ফল পাবেনই ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাত্র চার দিন কিশমিশের জল খান, লাভ পাবেনই
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement