Viral: Helping Poor Students: জলপানিতে উচ্চপাঠ , আজ প্রবাসী ইঞ্জিনিয়ার নিজে দরিদ্র মেধাবীদের সমস্যার মরূদ্যান
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral: Helping Poor Students:জার্মানিতে কর্মরত কীর্তিও এখন অন্যের জীবনে হয়ে উঠতে চান ‘অজ্ঞাতপরিচয় সুহৃদ’৷ তাঁর পোস্ট এখন ভাইরাল নেট মাধ্যমে৷
নয়াদিল্লি : কীর্তি জয়াদেবান (Keerthi Jayadevan ) কলেজের পাঠ শেষ করতে পেরেছিলেন কোনও এক অজ্ঞাতপরিচয় সহৃদয়ের জন্য৷ জার্মানিতে কর্মরত কীর্তিও এখন অন্যের জীবনে হয়ে উঠতে চান ‘অজ্ঞাতপরিচয় সুহৃদ’৷ তাঁর পোস্ট এখন ভাইরাল নেট মাধ্যমে৷
ট্যুইটারে তিনি জানিয়েছেন অতীত সংগ্রামের কথা৷ বলেছেন, তাঁদের চার জনের সংসারে সর্বসাকুল্যে প্রতি মাসে উপার্জন ছিল ১৪ হাজার টাকা৷ কোনও এক অজ্ঞাতপরিচয় তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন৷ তাঁর সৌজন্য ও সাহায্যেই কলেজের উচ্চপাঠ শেষ করেছিলেন তিনি৷
আরও পড়ুন : হৃদয়চিহ্ন পেটে, মাথায় ৪ কান, নেটমাধ্যমে জনপ্রিয় বিড়ালছানা অবশেষে পেল তার নিজের বাড়ি
এখন তিনিও সাহায্য করেন দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের৷ তিনি শেয়ার করেছেন একটি আন্তর্জাতিক চ্যারিটেবল ট্রাস্টের পাঠানো চিঠি৷ সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে কীর্তিকে৷ তাঁর অবদানের জন্য৷
advertisement
advertisement
My parents had a combined salary of 14,000 rupees a month. Barely enough for a family of 4.
The only reason I was able to afford college was the kindness of some random stranger via scholarship. Today, I'm that random stranger to someone 🙂 pic.twitter.com/r4a33m2zhk — Keerthi Jayadevan (@keerthijay_) November 15, 2021
advertisement
আরও পড়ুন : হিমাঙ্কের নীচে থাকা গ্রামে পথের পাশে অমূল্য সম্পদ! ঠাকুমা-নাতনির আনন্দ ছুঁয়ে গেল নেটিজেনদেরও
দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপ বা জলপানির রূপে অর্থসাহায্য করে থাকে এই সংস্থা৷ তাদের কর্মকাণ্ডের শরিক কীর্তিও৷ এই উদ্যোগে সামিল হওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি৷ ট্যুইটারে কীর্তির পোস্টে ‘লাইক’ এসেছে ২০ হাজারের বেশি৷ কয়েকশো নেটিজেন তাঁকে কুর্নিশ জানিয়েছেন৷
advertisement
আরও পড়ুন : কৃষিকাজ বন্ধ করিয়ে বনবিড়ালের ‘ওভারটাইম’! এক এক করে ছানাদের নিয়ে গেল বনের গভীরে
বর্তমানে ইঞ্জিনিয়ার হিসেবে কীর্তি কর্মরত বার্লিনে৷ এর আগে তিনি অনগ্রসর পরিবারের মেধাবী পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার জন্য স্কলারশিপ ঘোষণা করেছিলেন৷ ‘‘শিক্ষার মাধ্যমে কারও জীবন উন্নত করা এমনই একটি বিষয়, যেটির আমরা যত্ন করি৷ কিন্তু অনলাইন সব প্রচেষ্টাই অর্থহীন, যখন অধিকাংশ যোগ্য ছাত্রছাত্রীর বাড়িতে ল্যাপটপ বা ইন্টারনেটের ন্যূনতম সুবিধেটুকুও নেই৷’’ জুলাইয়ে নিজের স্বপ্নের প্রজেক্টের কথা ঘোষণা করে এই কথাগুলোই লিখেছিলেন তিনি৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2021 10:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: Helping Poor Students: জলপানিতে উচ্চপাঠ , আজ প্রবাসী ইঞ্জিনিয়ার নিজে দরিদ্র মেধাবীদের সমস্যার মরূদ্যান