Viral: Helping Poor Students: জলপানিতে উচ্চপাঠ , আজ প্রবাসী ইঞ্জিনিয়ার নিজে দরিদ্র মেধাবীদের সমস্যার মরূদ্যান

Last Updated:

Viral: Helping Poor Students:জার্মানিতে কর্মরত কীর্তিও এখন অন্যের জীবনে হয়ে উঠতে চান ‘অজ্ঞাতপরিচয় সুহৃদ’৷ তাঁর পোস্ট এখন ভাইরাল নেট মাধ্যমে৷

নয়াদিল্লি : কীর্তি জয়াদেবান (Keerthi Jayadevan ) কলেজের পাঠ শেষ করতে পেরেছিলেন কোনও এক অজ্ঞাতপরিচয় সহৃদয়ের জন্য৷ জার্মানিতে কর্মরত কীর্তিও এখন অন্যের জীবনে হয়ে উঠতে চান ‘অজ্ঞাতপরিচয় সুহৃদ’৷ তাঁর পোস্ট এখন ভাইরাল নেট মাধ্যমে৷
ট্যুইটারে তিনি জানিয়েছেন অতীত সংগ্রামের কথা৷ বলেছেন, তাঁদের চার জনের সংসারে সর্বসাকুল্যে প্রতি মাসে উপার্জন ছিল ১৪ হাজার টাকা৷ কোনও এক অজ্ঞাতপরিচয় তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন৷ তাঁর সৌজন্য ও সাহায্যেই কলেজের উচ্চপাঠ শেষ করেছিলেন তিনি৷
আরও পড়ুন : হৃদয়চিহ্ন পেটে, মাথায় ৪ কান, নেটমাধ্যমে জনপ্রিয় বিড়ালছানা অবশেষে পেল তার নিজের বাড়ি
এখন তিনিও সাহায্য করেন দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের৷ তিনি শেয়ার করেছেন একটি আন্তর্জাতিক চ্যারিটেবল ট্রাস্টের পাঠানো চিঠি৷ সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে কীর্তিকে৷ তাঁর অবদানের জন্য৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : হিমাঙ্কের নীচে থাকা গ্রামে পথের পাশে অমূল্য সম্পদ! ঠাকুমা-নাতনির আনন্দ ছুঁয়ে গেল নেটিজেনদেরও
দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপ বা জলপানির রূপে অর্থসাহায্য করে থাকে এই সংস্থা৷ তাদের কর্মকাণ্ডের শরিক কীর্তিও৷ এই উদ্যোগে সামিল হওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি৷ ট্যুইটারে কীর্তির পোস্টে ‘লাইক’ এসেছে ২০ হাজারের বেশি৷ কয়েকশো নেটিজেন তাঁকে কুর্নিশ জানিয়েছেন৷
advertisement
আরও পড়ুন : কৃষিকাজ বন্ধ করিয়ে বনবিড়ালের ‘ওভারটাইম’! এক এক করে ছানাদের নিয়ে গেল বনের গভীরে
বর্তমানে ইঞ্জিনিয়ার হিসেবে কীর্তি কর্মরত বার্লিনে৷ এর আগে তিনি অনগ্রসর পরিবারের মেধাবী পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার জন্য স্কলারশিপ ঘোষণা করেছিলেন৷ ‘‘শিক্ষার মাধ্যমে কারও জীবন উন্নত করা এমনই একটি বিষয়, যেটির আমরা যত্ন করি৷ কিন্তু অনলাইন সব প্রচেষ্টাই অর্থহীন, যখন অধিকাংশ যোগ্য ছাত্রছাত্রীর বাড়িতে ল্যাপটপ বা ইন্টারনেটের ন্যূনতম সুবিধেটুকুও নেই৷’’ জুলাইয়ে নিজের স্বপ্নের প্রজেক্টের কথা ঘোষণা করে এই কথাগুলোই লিখেছিলেন তিনি৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: Helping Poor Students: জলপানিতে উচ্চপাঠ , আজ প্রবাসী ইঞ্জিনিয়ার নিজে দরিদ্র মেধাবীদের সমস্যার মরূদ্যান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement