Tasty Dessert: কড়া রসের পাকে ছানার যুগলবন্দিতে তৈরি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রিয় রসলাল মিষ্টি আজও স্বাদের রাজা

Last Updated:

Tasty Dessert: এই রসলাল মিষ্টি মূলত তৈরি করা হয় ভাল ছানা দিয়ে সঙ্গে কড়া রসে ফোটানো হয়। কোনও রকম ভেজাল বা রং এর ব্যবহার করা হয় না। সম্পূর্ণ মিষ্টির রং ফুটে ওঠে রসের মধ্যেই।

+
রসলাল

রসলাল মিষ্টি

রিন্টু পাঁজা, আসানসোল :  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামের সঙ্গে অনেক স্মৃতি নিয়ে জড়িয়ে আছে চুরুলিয়া গ্রাম! কবির জন্মভূমি গ্রাম হিসাবে খ্যাত এই গ্রাম। কিন্তু জানেন কি এই গ্রামেই রয়েছে একটি জনপ্রিয় মিষ্টি! এই মিষ্টি খেতে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি এখন জেলার বাইরের মানুষজনও আসছেন।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে যাবেন সেই কবির চুরুলিয়া গ্রামে। এছাড়াও এই মিষ্টি যে দোকানে মিলবে সেটাও জেনে নিন। প্রথমে ট্রেনে বা বাসে আসানসোল আসতে হবে। এর পরে বাসস্ট্যান্ড এসে দোমহনি-চুরুলিয়া রুটের মিনি বাস ধরে সোজা চুরুলিয়া আসতে হবে। এরপরে চুরুলিয়া বাজারে এসে তিন মাথা মোড়ে রয়েছে সাধু সুইটস। এখানেই মিলবে রসলাল মিষ্টি। দেখতে খানিকটা ল্যাংচার মতো। তবে স্বাদ কিন্তু আলাদা। সম্পূর্ণ ছানা দিয়ে কড়া রসে চুবিয়ে তৈরি করা হয় এটি।
advertisement
সমীর সাধুর প্রসিদ্ধ মিষ্টির দোকান। দোকানের আলমারিতে সারি সারি সাজানো আছে বিভিন্ন মিষ্টি। সেই মিষ্টির মাঝেই আছে রসলাল মিষ্টি। যে মিষ্টি খেতে আসছেন জেলা-সহ জেলার বাইরের মানুষজন। কিন্তু কী আছে এই মিষ্টিতে? বর্ধমানের সীতাভোগ, মিহিদানা সিউড়ির মোরাব্বার মতই চুরুলিয়ার জনপ্রিয় মিষ্টি খেতে জেলার বিভিন্ন প্রান্তের মিষ্টিপ্রেমীরা আসছেন এই দোকানে।
advertisement
advertisement
আরও পড়ুন : ডায়াবেটিসে ‘বিপদের কারখানা’ এই রসাল ফল! ১ কুচি দাঁতে কাটলেই ভয়ঙ্কর! রকেট বেগে ব্লাড সুগার বেড়ে ফোঁপড়া শরীর!
মিষ্টি বিক্রেতা সমীর সাধু বলেন এই রসলাল মিষ্টি মূলত তৈরি করা হয় ভাল ছানা দিয়ে সঙ্গে কড়া রসে ফোটানো হয়। কোনও রকম ভেজাল বা রং এর ব্যবহার করা হয় না। সম্পূর্ণ মিষ্টির রং ফুটে ওঠে রসের মধ্যেই। তিনি প্রত্যেকদিন ৩০০ থেকে ৪০০ পিস মিষ্টি বিক্রি করে থাকেন। প্রায় ৫০ বছর ধরে এই মিষ্টি তৈরি করে আসছেন সমীরবাবু।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tasty Dessert: কড়া রসের পাকে ছানার যুগলবন্দিতে তৈরি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রিয় রসলাল মিষ্টি আজও স্বাদের রাজা
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement