Katkati Recipe: ছোটবেলার হারিয়ে ‌যাওয়া 'কটকটি'! সহজেই বানিয়ে ফেলুন বাড়িতে! জানুন রেসিপি

Last Updated:

Katkati Recipe: আজকাল তেমন দেখা মেলে না কটকটির! তবে চিন্তার কিছু নেই! খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন কটকটি!

+
চিনির

চিনির কটকটি 

দক্ষিণ ২৪ পরগনা : খুবই জনপ্রিয় একটি খাবার। যা বিভিন্ন পুজো বা দোকানে বিক্রি করতে দেখা যায় এই কটকটি। বর্তমান প্রজন্মের অনেকেই কটকটির নাম শোনেনি। এখন চিকেন বারবিকিউ বার্গার, ইত্যাদি খাবারই তরুণ প্রজন্মের কাছে পরিচিত। তারা জানে না কটকটির স্বাদ কেমন বা দেখতে কেমন। আগে শহরাঞ্চলে বিভিন্ন মেলাতে কটকটির দেখা পাওয়া গেলেও এখন কয়েকটি গ্রাম-গঞ্জ ছাড়া কটকটির সে ভাবে দেখা পাওয়া না। বড়দের কাছে কটকটি খাবারটি একটি ভালবাসার নাম।
শৈশবের সেই কটকটির স্বাদের কথা মনে পড়লেই যেন জিভে জল চলে আসে। তবে কোথায় খুঁজে পাই সেই স্বাদের কটকটি। তবে সেভাবে রাস্তা, ঘাটে না মিললেও আপনি চাইলে বাড়িতে বানাতে পারেন এই কটকটি। কটকটি বানাতে চাই কয়েকটি উপকরণ। পরিমাণ মতো ময়দা, চিনি, বেকিং সোডা আধা চা-চামচ, এবার ময়দাটি শক্ত করে মাখিয়ে নিতে হবে তারপর বেশ কিছুক্ষণ পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর ময়দা একটু বড় সাইজের লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়ে বেলুনির সাহায্য বেলে নিতে হবে!
advertisement
advertisement
এবার ছুড়ি দিয়ে ছোট করে কেটে নিতে হবে। এবার একটা কড়া বসিয়ে রিফাইন্ড তেল দিয়ে আঁচ কমিয়ে দিন। তারপর হালকা তেলে আস্তে আস্তে ছুরি দিয়ে কাটা ওইগুলি তেলের মধ্যে ফেলে দিন। তারপর হালকা লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে কোন একটি পাত্রে তুলে নিন। তারপর ঠান্ডা হলে চিনির রসে ফেলে দিন। বেশ কিছুক্ষণ চিনির রসে রেখে দেয়ার পর কটকটি জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। এরপর আপনি পরিবেশন করতে পারেন।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Katkati Recipe: ছোটবেলার হারিয়ে ‌যাওয়া 'কটকটি'! সহজেই বানিয়ে ফেলুন বাড়িতে! জানুন রেসিপি
Next Article
advertisement
Burdwan News: চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
  • চেকের মাধ্যমে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিরাট মোড়। এই ঘটনায় পুরসভারই হিসাব রক্ষক সমীররঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। 

VIEW MORE
advertisement
advertisement