কোঁকড়ানো, ঢেউ খেলানো না একেবারে 'স্ট্রেট'? আপনার চুলই বলে দিচ্ছে আপনি কেমন মানুষ! জেনে নিন উপায়
- Published by:Tias Banerjee
Last Updated:
চুল শুধু সৌন্দর্যের নয়, এটা ব্যক্তিত্বেরও প্রকাশ। কোঁকড়ানো, ঢেউখেলানো বা সোজা—চুলের ধরনই বলে দেয় আপনার মুড, মনোভাব ও চরিত্রের কিছু গোপন দিক। জেনে নিন আপনার আসল গল্প! আপনি কেমন মানুষ? চুল দেখেই বলে দিতে পারে অন্য কেউ। আপনিও জেনে নিন সেই পদ্ধতি।
advertisement
advertisement
advertisement
কোঁকড়ানো চুল (Curly Hair)--- যাঁদের চুল কোঁকড়ানো, তাঁরা জানেন—এই চুলের নিজস্ব ইচ্ছা, মেজাজ, আর একটা অদ্ভুত স্বাধীনতা আছে। কখনও এটি বিয়ন্সে ভাইবস, তো কখনও মনে হয় যেন চিড়িয়াখানা থেকে পালানো সিংহ! কোঁকড়ানো চুল সহজে নজর এড়ায় না। এমন মানুষদের সাধারণত দেখা হয় আনন্দপ্রিয়, প্রাণবন্ত ও এনার্জি-ভরা বলে। আপনার চুল যতটা লাফায়, আপনি ততটাই জীবন্ত মনে হয়! এমনকি আপনি যদি একটু চুপচাপও হন, আপনার চুল নিজে থেকেই বলে দেয় — “এই মেয়ে কিন্তু জীবনের রঙ জানে।” তবে মেনে নিন — এই carefree লুকের পিছনে লুকিয়ে থাকে একটা গোটা আর্মি অফ প্রোডাক্টস: কার্ল ক্রিম, ডিফিউজার, স্যাটিন পিলোকেস... আর একটি সম্পূর্ণ wash day schedule! বাইরে থেকে যতটা “চলো হঠাৎ ঘুরে আসি” মনে হয়, ভিতরে আপনি কিন্তু একদম পরিকল্পিত কার্ল কমান্ডার!
advertisement
ঢেউ খেলানো চুল (Wavy Hair)--- ঢেউখেলানো চুল একেবারে golden middle ground — না পুরো কোঁকড়ানো, না একেবারে সোজা। এ যেন সেই বন্ধুটি, যার চুল সবসময় দেখায় "beach holiday mode on", যদিও সে সারা সপ্তাহটা Netflix-এ আটকে ছিল। ঢেউখেলানো চুলের মানুষদের মনে হয় রিল্যাক্সড, বন্ধুসুলভ আর ন্যাচারালি কুল। আপনার চুল যেন বলে — “আমি চিল করছি”, কিন্তু আসলে আপনিই হুট করে দারুণ রোড ট্রিপ আর ব্রাঞ্চের প্ল্যান করেন! তবে আপনার এই “effortless waves”-এরও শত্রু আছে — আর্দ্রতা আর ফ্রিজ। একটা ভুল প্রোডাক্ট ব্যবহার, আর “বিচ ওয়েভস” হয়ে যায় “ঝোড়ো সমুদ্র”! আপনি মাসে অন্তত একবার গুগলে সার্চ করেছেন — “how to make waves less frizzy”!
advertisement
সোজা চুল (Straight Hair)--- সোজা চুল যেন সেই বন্ধুটি, যার কফি অর্ডার মুখস্থ, প্ল্যানার রঙ অনুযায়ী সাজানো, আর সময়মতো সব কাজ হয়। এই চুল সাধারণত নিয়ন্ত্রিত, পরিপাটি আর আত্মবিশ্বাসী লুক দেয় — এমনকি আপনি সদ্য ঘুম থেকে উঠলেও। এদের সম্পর্কে ধারণা থাকে — “এরা তো একদম পারফেক্ট মানুষ!” আপনার সোজা চুল যেন বলে — “আমি সিরিয়াস”, “আমি দায়িত্বশীল”, “আমি আমার লাইফ সাজিয়ে রেখেছি।” যদিও ভিতরে ভিতরে হয়তো আপনি নিজেই ভাবছেন — “আমি তো সবকিছুই হাওয়ায় চালাচ্ছি!” তবে সোজা চুলও কিন্তু চ্যালেঞ্জিং। তেল দ্রুত জমে, আর ভলিউম প্রায় শূন্য যদি না কার্লিং আয়রন বা টিজিং ব্রাশ হাতে নেন। আপনি যতই পরিপাটি দেখান না কেন, আয়নার সামনে বহুবার ফিসফিস করে বলেছেন — “Why is my hair so flat?”
advertisement
তবে মনে রাখবেন — চুল সব কিছু নয় ! চুল আমাদের অনেক কিছু বলে দিলেও, সেটা আপনার চরিত্রের ফাইনাল সংজ্ঞা নয়। অনেকের চুল মিক্স টাইপ — উপরে সোজা, নিচে ঢেউ; বা বয়স, হরমোন, ঋতু অনুযায়ী চুলের ধরনও বদলায়। এছাড়া, আপনি কীভাবে নিজের চুল ক্যারি করছেন, সেটাও আপনার ব্যক্তিত্বের বড় অংশ। কেউ হয়তো কোঁকড়ানো চুলে বানে বেঁধে রাখেন — স্থির, নিয়ন্ত্রিত মানুষ।
advertisement
advertisement
সবশেষে একটাই কথা — চুল বলে কিছু গল্প, কিন্তু আপনার আসল গল্প আপনি নিজেই লেখেন। বিজ্ঞান বলে, চুলের ধরন ও ব্যক্তিত্বের মধ্যে সরাসরি সম্পর্ক নেই। কিন্তু সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি ও ফ্যাশনের অভিঘাতে আমরা প্রত্যেকেই চুলের মাধ্যমে একেকটা ভিন্ন গল্প বলি। তাই আপনি কোঁকড়ানো হন, ঢেউখেলানো হন, বা সোজা চুলের রাণী — নিজের “mane character” হয়ে উঠুন গর্ব নিয়ে!