আজ করবা চৌথের বিশেষ সাজ হোক মাধুরীর মতো, স্বামীর চোখ সরবেই না

Last Updated:

এদিন নিজেকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে তোলাই রেওয়াজ। যাতে সুন্দর তো বটেই সঙ্গে একটা শান্ত লুক আসে।

মাধুরী
মাধুরী
#কলকাতা: বিবাহিত হিন্দু মহিলাদের কাছে করবা চৌথ অত্যন্ত পবিত্র এবং শুভ উৎসব। এদিন ষোলো শৃঙ্গারে সেজে ওঠেন নারীরা। এক ঝলকে কনে বলে ভুল হতে পারে। পুজোপার্বণ কিংবা ব্রত, উৎসবে শাড়ি পরাই রীতি। কিন্তু করবা চৌথে শাড়ির বদলে সালোয়ার স্যুট পরতেই পছন্দ করেন অনেক মহিলা, সাজেও বৈচিত্র্য আসে।
কাপড়ের দোকানগুলোও তাই নতুন নতুন ডিজাইনের সালোয়ারের পসরা সাজিয়ে বসে। তবে এদিন নিজেকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে তোলাই রেওয়াজ। যাতে সুন্দর তো বটেই সঙ্গে একটা শান্ত লুক আসে। এখানে সেরকম লুকের জন্য সাধারণ থেকে ডিজাইনার সালোয়ারের কিছু নকশা সাজিয়ে দেওয়া হল।
advertisement
advertisement
হলুদ এমব্রয়ডারি শারারা স্যুট: এখন শারারা স্যুটের ফ্যাশনই চলছে। তাই করবা চৌথের দিন এই সাজেই সেজে ওঠা যায়। এই দিনটি যেহেতু বিশেষ তাই হলুদ রঙ একটা আলদা ফ্লেভার যোগ করবে। এমব্রয়ডারি এবং মুক্তোর কাজ আছে এমন শারারা স্যুটই সবচেয়ে ভাল। এই সাজে মাধুরী দীক্ষিতের ফ্যাশন তো আজও চোখে লেগে আছে। সেই লুক ফিরিয়ে আনা যায়। ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে ভারি এমব্রয়ডারির সঙ্গে ওড়না নেওয়া যায়। এতে ঝকমকে লুক আসবে। চাইলে এমব্রয়ডারি করা শারারার সঙ্গে সাধারণ স্যুটও পরা যায়। এর সঙ্গে চাই মানানসই চুড়ি, ভারি কানের দুল। আর চুলে বিনুনি।
advertisement
আনারকলি ডিজাইন: করবা চৌথের দিন বেশিরভাগ মহিলাই লাল রঙের পোশাক পরতে পছন্দ করেন। এক্ষেত্রে শাড়িই সেরা। তবে শাড়ি পরতে না চাইলে আনারকলি স্যুট পরা যায়। খুব বেশি ডিজাইন পছন্দ না করলেও চলবে। শুধু গলা এবং বর্ডারে কাজ। বাজারে তো বটেই অনলাইনেও আনারকলি স্যুট কিনতে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, আনারকলি স্যুটে নিখুঁত লুকের জন্য টাই এবং গ্লস লিপস্টিক লাগাতে ভুললে চলবে না।
advertisement
বর্ডার ডিজাইন স্যুট: লাল এবং হলুদ সালোয়ার স্যুট পরে পরে বিরক্ত! তাহলে করবা চৌথে বেছে নেওয়া যায় নতুন রঙ। আজকাল বর্ডার ডিজাইনের স্যুটের ট্রেন্ড রয়েছে। এই ধরনের ফ্যাশন স্যুটেই ফ্যাশন দুনিয়া মাতিয়েছেন হিনা খান। এতে সালোয়ারের উপরে বিন ডিজাইন এবং স্যুটের বর্ডারে লেসের কাজ থাকে। স্যুটের রঙের সঙ্গে মানানসই কানের দুল এবং চোকার পরতেই হবে। সঙ্গে ন্যুড লিপস্টিক। চুল খোলা থাকুক।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আজ করবা চৌথের বিশেষ সাজ হোক মাধুরীর মতো, স্বামীর চোখ সরবেই না
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement