#নয়াদিল্লি: দুর্গাপুজো শেষ হয়েছে কয়েকদিন আগেই। পুজোর রেশ এখনও কাটেনি। তাছাড়া এই মাস থেকে বছরের শেষ পর্যন্ত ছোট-বড় নানা উৎসব লেগেই রয়েছে। ফলে এই সময়টা হাতে টাকার টান পড়াটা খুবই স্বাভাবিক। সামনেই কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা। তারপরই নভেম্বর কাটলে বড়দিন-নতুন বছরের উৎসব আসবে। ভাল খবর হল এই সময় বহু সংস্থা পার্ট-টাইম কাজের জন্য প্রচুর কর্মীও নিয়োগ করে। রইল তেমনই কয়েকটির খোঁজ। অবশ্যই কাজে লাগান।
ডেকাথলন স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
ডেকাথলন স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে সেলস ও মার্কেটিংয়ের পার্ট-টাইম কাজ রয়েছে। তিন মাসের জন্য সেলস ও মার্কেটিংয়ের কাজের জন্য কর্মী নিয়োগ হবে। চেন্নাই ও নাভালুরে রয়েছে কাজের সুযোগ। মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে এই তিন মাস। সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
আরও পড়ুন: সাউদার্ন রেলওয়ের অধীনে মেগা নিয়োগ, রেলে স্বপ্নের চাকরির আবেদন করুন
টমি হিলফিগার
টমি হিলফিগারের জনপ্রিয় পোশাকের শো-রুমে কাজের সুযোগ রয়েছে। চেন্নাই, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই ও কোচিতে এই পোশাকের বিপণনী খুলছে। সেখানেই কাজ করতে হবে। চার মাসের ইন্টার্নশিপের জন্য আবেদনের শেষ দিন ৩১ অক্টোবর, ২০২২। Internshala-র মাধ্যমে আবেদন করা যাবে। প্রতি মাসে ২২ হাজার টাকা দেবে সংস্থা।
আরও পড়ুন: একই প্রশ্নপত্রে MCQ ও SAQ, একই খাতায় উত্তর! ২০২৩ উচ্চ মাধ্যমিকে বড় বদল
নুন ডট কম
কাস্টমার রিলেশনশিপের জন্য দারুণ কাজের সুযোগ রয়েছে নুন ডট কমে। তবে কাজের জায়গা হবে গুরুগ্রামে। ক্রেতাদের সমস্ত সমস্যার সমাধান করতে হবে কর্মীকে। মূলত ই-মেল ও চ্যাটের মাধ্যমেই সমস্যা সমাধান করতে হবে। ই-কর্মার্স নিয়ে পড়াশোনা করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। লিঙ্কডিনের মাধ্যমে কাজের আবেদন সম্ভব।
৯৯ প্যানকেক্স
ওশিয়াড়াতে ৯৯ প্যানকেক্স ফ্রেশার বা অভিজ্ঞ কর্মী চাইছে। মুম্বইতে এই পার্ট-টাইম কাজে কর্মীকে প্যানকেক, ওয়েফলস, ক্রিপস, শেকস, কুলার্স, কেক-পেস্ট্রি বিক্রি করতে হবে। সপ্তাহে ৫৪ ঘণ্টা কাজ করতে হবে। Indeed.com-এর মাধ্যমে আবেদন সম্ভব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News, Part Time Jobs