৫ মিনিটে হাতে ফুটিয়ে তুলুন এই মেহেন্দি ডিজাইন, স্বামীর চোখ ফিরবে না!

Last Updated:

বিশ্বাস করা হয়, মেহেন্দির রঙ যত গাঢ় হবে, তত বেশি ভালোবাসবেন স্বামী। এই মেহেন্দিকে ষোলো শৃঙ্গারের অন্যতম বলেও গণ্য করা হয়।

মেহেন্দি ডিজাইন
মেহেন্দি ডিজাইন
#কলকাতা: শুরু হয়ে গিয়েছে করবা চৌথের পুণ্য তিথি। স্বামীর মঙ্গল এবং দীর্ঘায়ু কামনায় নির্জলা উপবাস রাখেন হিন্দু মহিলারা। এরপর রাতে চাঁদ দেখে উপবাস ভঙ্গ। এই দিনে সব মহিলারাই মেহেন্দিতে রাঙিয়ে তোলেন হাত। বিশ্বাস করা হয়, মেহেন্দির রঙ যত গাঢ় হবে, তত বেশি ভালোবাসবেন স্বামী। এই মেহেন্দিকে ষোলো শৃঙ্গারের অন্যতম বলেও গণ্য করা হয়।
হাতে মেহেন্দি করতে সময় লাগে। লাগে ধৈর্য। অল্প অল্প করে মেহেন্দি নিয়ে হাত জুড়ে ফুটিয়ে তুলতে হয় নকশা। সারাদিন অফিস, বাড়ির কাজ সামলে মেহেন্দি করার সময় কখন! চিন্তা নেই। এখানে মেহেন্দির কিছু ডিজাইন রইল। এগুলো মাত্র ৫ মিনিটেই হাতে এঁকে ফেলা যায়। কিন্তু দেখতে অসাধারণ।
আরও পড়ুন: মেসি বান না ক্রাউন, আজ করবা চৌথে চুলের স্টাইল কেমন হবে? রইল সেরা টিপস
মেশ মেহেন্দি ডিজাইন: এই ধরনের মেহেন্দি দেখতে আধুনিক। হাত জুড়ে সাধারণ কিন্তু অনন্য ডিজাইন ফুটিয়ে তুলতে চাইলে এই নকশা একেবারে যথার্থ। তাছাড়া স্কেলের সাহায্যেও এই ধরনের নকশা ফুটিয়ে তোলা যায়। নকশা সম্পূর্ণ করতে কবজির কাছে আলপনার ধাঁচে একটা বর্ডার তৈরি করে নিলে ভাল দেখাবে।
advertisement
advertisement
চেক মেহেন্দি ডেজাইন: সহজ এবং সুন্দর মেহেন্দি ডিজাইন চাইলে চেক ডিজাইন সেরা বিকল্প। দেখে সময় সাপেক্ষ মনে হলেও হাত জুড়ে এই নকশা ফুটিয়ে তুলতে মাত্র ৫ মিনিট লাগবে। দেখতে জটিল, কিন্তু আদতে সহজ। করবা চৌথের দিন ইন্দো ওয়েস্টার্ন পোশাক পরতে চাইলে এই মেহেন্দির ডিজাইন সবচেয়ে ভাল মানাবে।
advertisement
বেল মেহেন্দি ডিজাইন: এই নকশা দেখলে মনে হবে অ্যাবস্ট্রাক্ট আর্ট বুঝি। কিন্তু লাগানো খুব সহজ। যাঁরা সময়ের কারণে মেহেন্দি লাগাতে চান না তাঁরাও খুব সহজে এই নকশা ফুটিয়ে তুলতে পারেন। ভিন্ন বেল ডিজাইনের জন্য আঙুলে ছোট ছোট নকশা করা সবচেয়ে ভাল। বাজারে করাতে চাইলে মাত্র ১০০ টাকা পড়বে। এর সঙ্গে রিং বেল ডিজাইন, পট্টি বেল ডিজাইন, পিকক বেল ডিজাইন ইত্যাদিও করানো যায়।
advertisement
আঙুলে মেহেন্দি ডিজাইন: হাতে মেহেন্দি লাগাতে ভাল না লাগলে এটা অবশ্যই করাতে হবে। এতে হাত নয়, নকশা ফুটিয়ে তোলা হয় আঙুলে। এখানে চেকের নকশা করা হয়েছে। শেষ হয়েছে ফুল দিয়ে।
গোল টিক্কি মেহেন্দি ডিজাইন: করবা চৌথের দিন বেশি সময় না থাকলে এই ডিজাইন সেরা বিকল্প। এতে মূলত হাতের তালুতে নকশা করা হয়। ফুটিয়ে তোলা যায় হাতের উল্টো পিঠেও। তালুতে বৃত্ত তৈরি করে নকশা দিয়ে ভরিয়ে দিতে হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
৫ মিনিটে হাতে ফুটিয়ে তুলুন এই মেহেন্দি ডিজাইন, স্বামীর চোখ ফিরবে না!
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement