Viral:১০০ কোটি টাকার বেশি শেয়ারের মালিক হয়েও সাধারণ জীবনযাপনেই বিশ্বাসী এই বৃদ্ধ

Last Updated:

Viral: কেউ বিশ্বাসই করতে চাইছেন না উপবীতধারী দেশি পোশাকের এই প্রবীণের নামে রয়েছে ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি

এভাবেও আটপৌরে জীবনে থাকা যায়! তাও আবার ১০০ কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে! এই অসাধ্যসাধন যে সম্ভব, সেটা দেখিয়ে দিলেন কর্নাটকের এক বৃদ্ধ। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট এখন ভাইরাল। কেউ বিশ্বাসই করতে চাইছেন না উপবীতধারী দেশি পোশাকের এই প্রবীণের নামে রয়েছে ১০০ কোটি টাকারও বেশি শেয়ার।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স (অতীতের ট্যুইটার)-এ এই বিত্তবান বৃদ্ধের ছবি পোস্ট করেছেন রাজীব মেহতা। ক্যাপশনে রাজীব লিখেছেন যে এই প্রবীণের নামে এল অ্যান্ড টি-এর ৮০ কোটি টাকা, আল্ট্রাটেক সিমেন্টের ২১ কোটি টাকা এবং ১ কোটি টাকার কর্নাটক ব্যাঙ্কের শেয়ার রয়েছে।
পাশাপাশি বৃদ্ধ কথোপকথনে জানিয়েছেন তিনি ফি বছর ৬ লক্ষ টাকা উপার্জন করেন ডিভিডেন্ডের মাধ্যমে। বৃদ্ধের বিনিয়োগ কত-এই প্রশ্নের উত্তর খুঁজতে হিসেব নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়া।
advertisement
advertisement
advertisement
কোটিপতি বৃদ্ধকে নিয়ে করা পোস্ট ঘিরে উচ্ছ্বসিত নেটিজেনরা। তাঁরা বাহবা জানিয়েছেন প্রবীণের উদ্যোগকে। অঢেল টাকা সত্ত্বেও তাঁর মাটির কাছাকাছি থাকা জীবনযাপনকে কুর্নিশ করেছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ বলছেন, সাধারণ জীবনযাপনের দৌলতেই তিনি এই বিশাল সম্পত্তির মালিক হতে পেরেছেন। তবে সংখ্যায় কম হলেও কারওর কারওর মত, অর্থ উপার্জন করলে উপযুক্ত পথে খরচও করা উচিত।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral:১০০ কোটি টাকার বেশি শেয়ারের মালিক হয়েও সাধারণ জীবনযাপনেই বিশ্বাসী এই বৃদ্ধ
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement