Kalipuja 2024: কোটি টাকার নোট দিয়ে সাজানো হল কালীপুজোর মণ্ডপ! দেখলে চমকে যাবেন, আসল নাকি নকল!
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Kalipuja 2024: মণ্ডপ দেখলে চমকে যাবেন! টাকায় টাকায় সেজে উঠেছে! অভিনব ভাবনা আপনাকে অবাক করবে! তবে এই সব টাকা কি আসল? জানুন
শিলিগুড়ি : নগদ টাকা দিয়ে পুজোমণ্ডপ সাজানো নতুন ঘটনা নয়। এর আগেও বেশ কিছু জায়গায় টাকা দিয়ে মণ্ডপসজ্জা চোখে পড়েছে। এবারও সেই একই ধাঁচে কালীপুজোর মণ্ডপ সাজানো হয়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ি হায়দারপাড়া যুব সংঘ এবারে বিশেষ আকর্ষণ মায়ের আঙিনায় টাকার বর্ষা। এ বছর তাদের পুজো ৪৪ তম বর্ষে পদার্পণ করলো। এছাড়াও প্রতিমাতে থাকছে বিশেষ চমক বলে জানান পুজো উদ্যোক্তারা। সমস্ত পুজো মণ্ডপ কোটি টাকার নকল টাকা দিয়ে সাজানো হয়েছে। অবাক এই মণ্ডপ সজ্জা ঘিরেই এখন জোরদার চর্চা ছড়িয়ে পড়েছে শহরজুড়ে।
পুজো উদ্যোক্তাদের কথায়, প্রতিবছরই আমরা কালীপূজায় নতুন কিছু করার চিন্তা ভাবনা করে থাকি এ বছরও তাই একটু অন্য ধরনের পুজো মণ্ডপ তৈরি করে দর্শক টানার চেষ্টা করছি। আমাদের এই পুজো মণ্ডপে এলে যেমন অন্য ধরনের জিনিস দেখতে পাবেন তেমনি আমাদের মায়ের মূর্তিতেও থাকছে বিশেষ চমক। তার জন্য অবশ্যই এখানে আসতে হবে। এছাড়াও পুজোর কয়েকটা দিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও প্রতিদিন ভোগের ব্যবস্থাও করা থাকবে সকলের জন্য। উত্তর তোরা আশাবাদী তাদের ব্যাপার শহরবাসীর মন জয় করে নেবে।
advertisement
advertisement
ক্লাবের সম্পাদক সুভাষ পাল বলেন, ‘ এ বছর আমাদের ক্লাব ৪৪ তম বর্ষে পদার্পণ করল। আমরা মণ্ডপ সজ্জায় একটু অভিনবত্ব আনার চেষ্টা করছি এছাড়াও মায়ের মূর্তি একটি বিশেষ রূপে দেখতে পাবেন সকলে। আলোক সজ্জায় ও থাকছে বিশেষ চমক।’ স্থানীয় বিপিন পাল বলেন, ‘প্রতিবছরই এই ক্লাব নতুন কিছু থিমের পুজো করে থাকে এ বছর দেখছি কোটি কোটি টাকা দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে। নোট নকল হলেও মণ্ডপ সচ্চা, তবে এবার একটু অন্যরকম। পরিবারের সকলকে নিয়ে একবার দেখতে আসবই।’ সবমিলিয়ে এবারের কালীপুজোয় হায়দার পাড়া যুব সংঘ সকলের মন জয় করতে প্রস্তুত।
advertisement
অনির্বাণ রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 30, 2024 3:49 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kalipuja 2024: কোটি টাকার নোট দিয়ে সাজানো হল কালীপুজোর মণ্ডপ! দেখলে চমকে যাবেন, আসল নাকি নকল!








