Kalipuja 2024: ১৪ প্রদীপ জ্বালুন আজকের দিনে! জীবনে বড় প্রভাব এই প্রদীপের! জানুন

Last Updated:
Kalipuja 2024: অবশ্যই জ্বালান ১৪ প্রদীপ! শুধু ঘর আলো করবে এমন নয়! জানুন জ্যোতিষীর মত
1/5
নেতিবাচক শক্তিকে দূর করার জন্য বাড়ির চারিদিকে জ্বালানো হয় প্রদীপ। পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই পাঁচকে সম্মান জানিয়ে জ্বালানো হয় ১৪ প্রদীপ।
নেতিবাচক শক্তিকে দূর করার জন্য বাড়ির চারিদিকে জ্বালানো হয় প্রদীপ। পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই পাঁচকে সম্মান জানিয়ে জ্বালানো হয় ১৪ প্রদীপ।
advertisement
2/5
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, ভূত মানে এখানে বোঝানো হয়েছে মানব শরীর থেকে আরম্ভ করে সমস্ত জগত যাদের দ্বারা সৃষ্টি হয়েছে সেই ক্ষিতি, অপ, তেজ, মরূৎ ও ব্যোম-এই পঞ্চভূতকেই। তাদের সম্মান জানাতেই প্রচলিত হয় ভূত চতুর্দশীতে ১৪ প্রদীপ জ্বালানোর রীতি।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, ভূত মানে এখানে বোঝানো হয়েছে মানব শরীর থেকে আরম্ভ করে সমস্ত জগত যাদের দ্বারা সৃষ্টি হয়েছে সেই ক্ষিতি, অপ, তেজ, মরূৎ ও ব্যোম-এই পঞ্চভূতকেই। তাদের সম্মান জানাতেই প্রচলিত হয় ভূত চতুর্দশীতে ১৪ প্রদীপ জ্বালানোর রীতি।
advertisement
3/5
 ১৪টি ভুবনের মধ্যে যার, সাতটি স্বর্গ ও সাতটি পাতাল। মাটির ওপরে থাকা সাতটি স্বর্গ হল ভূঃ, ভুবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ ও সত্য।
১৪টি ভুবনের মধ্যে যার, সাতটি স্বর্গ ও সাতটি পাতাল। মাটির ওপরে থাকা সাতটি স্বর্গ হল ভূঃ, ভুবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ ও সত্য।
advertisement
4/5
অন্যদিকে মাটির নিচে থাকা সপ্তলোক হল অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল।
অন্যদিকে মাটির নিচে থাকা সপ্তলোক হল অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল।
advertisement
5/5
 ভূত-প্রেত বাড়িতে প্রবেশ যাতে না করতে পারে তা নিশ্চিত করতেই জ্বালানো হয় ১৪ প্রদীপ।
ভূত-প্রেত বাড়িতে প্রবেশ যাতে না করতে পারে তা নিশ্চিত করতেই জ্বালানো হয় ১৪ প্রদীপ।
advertisement
advertisement
advertisement