Junk Jewellery Care : যত্ন করলে জাঙ্ক জুয়েলারির জেল্লা থাকবে দীর্ঘদিন, পুজোর আগে রইল টিপস

Last Updated:

জাঙ্ক বা ফ্যাশন, যা-ই বলুন না কেন, এই গয়নারও নির্দিষ্ট যত্ন আত্তি দরকার (Taking care of fashion jewelleries) ৷

কলকাতা : কারওর কাছে জাঙ্ক ফুড, আবার সেটাই কারও কাছে ফাস্ট ফুড ৷ যে যেভাবে দেখেন, সেভাবেই নামকরণ ৷ ঠিক সেভাবেই কারও কাছে যেটা জাঙ্ক জুয়েলারি (Junk Jewellery) সেটা অন্যদের কাছে ফ্যাশন জুয়েলারি ( Fashion Jewellery ) ৷ আধুনিক প্রজন্মদের কাছে সোনা রুপোর গয়নার পাশাপাশি ফ্যাশন জুয়েলারির গুরুত্বও অনেক ৷ জাঙ্ক বা ফ্যাশন, যা-ই বলুন না কেন, এই গয়নারও নির্দিষ্ট যত্ন আত্তি দরকার (Taking care of fashion jewelleries) ৷
# ফ্যাশন জুয়েলারি শুধুই অনুষ্ঠানের জন্য ৷ বাড়ির কাজের সময় এই অলঙ্কার নৈব নৈব চ ৷ বিশেষ করে কাপড় কাচা এবং বাসন মাজার সময় এই ধরনের গয়না একদমই পরবেন না ৷
# একই নিয়ম সুইমিং পুলের ক্ষেত্রেও ৷ জাঙ্ক জুয়েলারি পরে সাঁতার কাটবেন না ৷ পার্লার বা স্পা-এ যখন যাবেন ফ্যাশন জুয়েলারি পরবেন না ৷
advertisement
advertisement
আরও পড়ুন : পুজোর রূপ-রুটিন, আপনাকে কোন শেপের নখ মানাবে? জানুন ম্যানিকিওয়ের রকমফের...
# রাসায়নিক বিক্রিয়ার জন্য বেশ কিছু জিনিস থেকে দূরে রাখতে হবে আপনার প্রিয় ফ্যাশন জুয়েলারিকে ৷ তার মধ্যে অন্যতম হল পারফিউম ৷ সুগন্ধি ব্যবহার করার সময় অলঙ্কার থেকে দূরে স্প্রে করবেন ৷ এ ছাড়াও জল, বাসন, যে কোনও লোশন, ক্রিম, হেয়ার স্প্রে, মেক আপ বা জেলের সংস্পর্শে জাঙ্ক জুয়েলারিকে না আনাই ভাল ৷ তাই প্রসাধনী সম্পূর্ণ হওয়ার পর গয়না পরবেন ৷
advertisement
# জাঙ্ক জুয়েলারি পরে পোশাক পরিবর্তন করবেন না ৷ পোশাক পরা হয়ে গেলে গয়না পরুন ৷ আবার গয়না খুলে তার পর পোশাক পরিবর্তন করুন ৷
আরও পড়ুন : নিয়মিত মেকআপ ব্রাশ ব্যবহার করেন? জেনে নিন কী ভাবে ব্রাশ পরিষ্কার রাখবেন! দেখুন ভিডিও...
# সোনা এবং রুপোর গয়নার মতোই যত্ন করে রাখুন জাঙ্ক জুয়েলারিকেও ৷ সম্ভব হলে ভেলেভেটের বাক্সে নরম কাপড়ে মুড়ে রাখুন ৷ চশমা মোছার জন্য যে নরম কাপড় দেওয়া হয়, সেটি দিয়েও জড়িয়ে রাখতে পারেন ৷ বাতাস থেকে দূরে রাখাই বাঞ্ছনীয় ৷
advertisement
# সোনা রুপো বা অন্য গয়না পরিষ্কার করার জন্য নির্দিষ্ট সলিউশন পাওয়া যায় ৷ সেটা দিয়ে আপনার ফ্যাশন জুয়েলারি পরিষ্কার করবেন না ৷ কারণ সেসব অনেক বেশি কড়া ৷ পরিবর্তে মাইল্ড সোপ জলে মিশিয়ে নরম টুথব্রাশ দিয়ে আলতো হাতে পরিষ্কার করে নিন জাঙ্ক জুয়েলারি ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Junk Jewellery Care : যত্ন করলে জাঙ্ক জুয়েলারির জেল্লা থাকবে দীর্ঘদিন, পুজোর আগে রইল টিপস
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement