Junk Jewellery Care : যত্ন করলে জাঙ্ক জুয়েলারির জেল্লা থাকবে দীর্ঘদিন, পুজোর আগে রইল টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
জাঙ্ক বা ফ্যাশন, যা-ই বলুন না কেন, এই গয়নারও নির্দিষ্ট যত্ন আত্তি দরকার (Taking care of fashion jewelleries) ৷
কলকাতা : কারওর কাছে জাঙ্ক ফুড, আবার সেটাই কারও কাছে ফাস্ট ফুড ৷ যে যেভাবে দেখেন, সেভাবেই নামকরণ ৷ ঠিক সেভাবেই কারও কাছে যেটা জাঙ্ক জুয়েলারি (Junk Jewellery) সেটা অন্যদের কাছে ফ্যাশন জুয়েলারি ( Fashion Jewellery ) ৷ আধুনিক প্রজন্মদের কাছে সোনা রুপোর গয়নার পাশাপাশি ফ্যাশন জুয়েলারির গুরুত্বও অনেক ৷ জাঙ্ক বা ফ্যাশন, যা-ই বলুন না কেন, এই গয়নারও নির্দিষ্ট যত্ন আত্তি দরকার (Taking care of fashion jewelleries) ৷
# ফ্যাশন জুয়েলারি শুধুই অনুষ্ঠানের জন্য ৷ বাড়ির কাজের সময় এই অলঙ্কার নৈব নৈব চ ৷ বিশেষ করে কাপড় কাচা এবং বাসন মাজার সময় এই ধরনের গয়না একদমই পরবেন না ৷
# একই নিয়ম সুইমিং পুলের ক্ষেত্রেও ৷ জাঙ্ক জুয়েলারি পরে সাঁতার কাটবেন না ৷ পার্লার বা স্পা-এ যখন যাবেন ফ্যাশন জুয়েলারি পরবেন না ৷
advertisement
advertisement
আরও পড়ুন : পুজোর রূপ-রুটিন, আপনাকে কোন শেপের নখ মানাবে? জানুন ম্যানিকিওয়ের রকমফের...
# রাসায়নিক বিক্রিয়ার জন্য বেশ কিছু জিনিস থেকে দূরে রাখতে হবে আপনার প্রিয় ফ্যাশন জুয়েলারিকে ৷ তার মধ্যে অন্যতম হল পারফিউম ৷ সুগন্ধি ব্যবহার করার সময় অলঙ্কার থেকে দূরে স্প্রে করবেন ৷ এ ছাড়াও জল, বাসন, যে কোনও লোশন, ক্রিম, হেয়ার স্প্রে, মেক আপ বা জেলের সংস্পর্শে জাঙ্ক জুয়েলারিকে না আনাই ভাল ৷ তাই প্রসাধনী সম্পূর্ণ হওয়ার পর গয়না পরবেন ৷
advertisement
# জাঙ্ক জুয়েলারি পরে পোশাক পরিবর্তন করবেন না ৷ পোশাক পরা হয়ে গেলে গয়না পরুন ৷ আবার গয়না খুলে তার পর পোশাক পরিবর্তন করুন ৷
আরও পড়ুন : নিয়মিত মেকআপ ব্রাশ ব্যবহার করেন? জেনে নিন কী ভাবে ব্রাশ পরিষ্কার রাখবেন! দেখুন ভিডিও...
# সোনা এবং রুপোর গয়নার মতোই যত্ন করে রাখুন জাঙ্ক জুয়েলারিকেও ৷ সম্ভব হলে ভেলেভেটের বাক্সে নরম কাপড়ে মুড়ে রাখুন ৷ চশমা মোছার জন্য যে নরম কাপড় দেওয়া হয়, সেটি দিয়েও জড়িয়ে রাখতে পারেন ৷ বাতাস থেকে দূরে রাখাই বাঞ্ছনীয় ৷
advertisement
# সোনা রুপো বা অন্য গয়না পরিষ্কার করার জন্য নির্দিষ্ট সলিউশন পাওয়া যায় ৷ সেটা দিয়ে আপনার ফ্যাশন জুয়েলারি পরিষ্কার করবেন না ৷ কারণ সেসব অনেক বেশি কড়া ৷ পরিবর্তে মাইল্ড সোপ জলে মিশিয়ে নরম টুথব্রাশ দিয়ে আলতো হাতে পরিষ্কার করে নিন জাঙ্ক জুয়েলারি ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2021 3:13 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Junk Jewellery Care : যত্ন করলে জাঙ্ক জুয়েলারির জেল্লা থাকবে দীর্ঘদিন, পুজোর আগে রইল টিপস